মাকে নিয়ে স্ট্যাটাস

মা হচ্ছে পৃথিবীর সব থেকে আপন। আপনি কি মাকে নিয়ে স্ট্যাটাস দিতে চান? তাহলে আপনাকে স্বাগত জানাই আপনি সঠিক জায়গাতে এসেছেন। মা দিবস উপলক্ষে অথবা মায়ের কথা মনে করে আমরা অনেকেই মাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকি। এই আর্টিকেলে আপনাদের মায়েদের জন্য বিভিন্ন ধরনের স্ট্যাটাস এবং উক্তি অর্থাৎ মাকে নিয়ে স্ট্যাটাস উল্লেখ করা হবে।

আপনি যদি মাকে নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেল জুড়ে আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন দেরি না করে মাকে নিয়ে স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

পেজ সূচিপত্রঃ মাকে নিয়ে স্ট্যাটাস

মাকে নিয়ে স্ট্যাটাস

আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ রয়েছে যারা বাবার চাইতে মাকে বেশি ভালোবেসে থাকে। পৃথিবী থেকে যদি মা হারিয়ে যায় তখন বোঝা যায় যে মা জিনিসটা কি ছিল। যদি মা একবেলা বাড়িতে না থাকে তাহলে বাড়িটা অনেক ফাঁকা লাগে তাহলে সারা জীবন কিভাবে মাকে ছাড়া কাটানো যায়? যাদের মা নেই সাধারণত তাদের জন্য আমাকে নিয়ে স্ট্যাটাস নিচে উল্লেখ করা হলো।

১। বোঝা যতোই ভারী হোক না কেন, মা কখনো ঝগড়া করেন না। সন্তানদের আকাঙ্ক্ষার বোঝার কাছে তিনি কখনও কাঁধ নত করেন না।

২। আমরা আমাদের মা কে যতই কষ্ট দেয় না কেন? মা যতই রেগে যাক না কেন মা তার নিজ গুণে তার সন্তানকে ক্ষমা করে দেয়।

৩। আপনি যদি আপনার পিতাকে আপনার গুরু হিসাবে বিবেচনা করেন, তবে আপনি জীবনের সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করার দক্ষতা শিখবেন।

৪। মা হলেন তিনি যে আপনাকে পড়ার আগেই ধরে নেয়। কিন্তু আপনাকে তোলার পরিবর্তে আপনার কাপড় থেকে ময়লা সরিয়ে দেয় এবং আপনাকে আবার চেষ্টা করতে বলে।

৫। সন্তানকে কাছে না পেলে মায়ের মন অস্থির হয়ে ওঠে। যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়ি না ফিরে ততক্ষণ পর্যন্ত মা খুবই চিন্তায় থাকেন।

৬। মা কাছে আবদার করলে তা যদি না পাওয়া যায় তাহলে মা কে নিমপাতার মতো লাগে কিন্তু কেউ এটা চিন্তা করে না যে সেই মা তাকে বট গাছের মত ছায়া দিয়ে আগলে রাখছে।

৭। মার উপরটা অনেক কঠিন হয় কিন্তু মার মনের ভেতর অনেক নরম। শুধুমাত্র তার সন্তানের জন্য।

৮। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হলেন একজন পিতা। যিনি তার সন্তানদেরও যোদ্ধা হতে শেখান।

৯। মা শুধু একজন মানুষ নন, স্রেফ একটি সম্পর্কের নাম নয়, মার মাঝে জড়িয়ে আছে বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ।

১০। সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক নেয়ামত দান করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে মা।

১১। সন্তানের সকল ভালো-মন্দের খেয়াল রাখেন মা। সুখে দুখে সব সময় মা-ই আমাদের পাশে থাকেন। মা চায় তার সন্তান সবসময় ভালো থাকুক।

১২। সকল প্রত্যাশা পূরণের অপর নাম মা । একমাত্র মা সন্তানের সকল আশা পূরণ করে থাকে।

১৩। আমি সকল বিপদে শক্তি পাই, যখন এটা মনে পড়ে যে আমার সাথে এমন একজন আছেন যিনি কোনো বিপদেই আমার হাত ছাড়বেন না। তিনি হলেন আমার মা ।

১৪। এই পৃথিবীতে একমাত্র মা এমন এক ব্যক্তি, যে নিজের চেয়ে নিজের সন্তাকে এগিয়ে যেতে দেখতে চায়।

১৫। মা নিজের খাওয়ার কথা ভুলে যায়, যতক্ষণ পর্যন্ত সন্তান না খায়। প্রত্যেক মা-ই নিজে না খেয়ে তার সন্তানের জন্য রেখে দেয়।

১৬। মার মধ্যেই পৃথিবীর সকল সুখ নিহিত। যার মা আছে সে হয়তো বুঝে না মা কি জিনিস, তারাই বোঝে মার মূল্য কতটুকু যাদের মা নেই।

১৭। মা মানে  প্রথম হাঁটতে শেখা, মা মানে পরিচয় পতাকা, মা মানে একটা সুপারহিরো যে সবসময় সকল দুঃখ, কষ্ট থেকে আমাদের আগলে রাখা।

১৮। একজন মা তার সন্তানের জন্য কতোভাবে অবদান রেখে যান, তার চুলচেড়া হিসাব কেউ কোনদিন বের করতে পারবে না। আমি চিররিনি তোমার কাছে মা।

১৯। মা থাকাটা সূর্য থাকার মতো। মা হারিয়ে যাওয়া সূর্য হারিয়ে যাওয়ার মত। কারণ সূর্য যদি হারিয়ে যায় তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে আর মা যদি হারিয়ে যায় সন্তানের জীবন।

২০। আপনি যখন সবার কাছ থেকে নিরাশ হবেন একমাত্র মা তখন আপনার আশার আলো হয়ে দাঁড়াবে।

২১। একজন ছেলের জন্য প্রকৃত বন্ধু হচ্ছে তার মা । মার চেয়ে ভালো বন্ধু একজন ছেলের জন্য কেউ হতে পারে না।

২২। আমাদের জীবনে প্রথম শিক্ষক হচ্ছেন মা। একমাত্র মাই তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন।

২৩। মা হলেন সত্যিকারের সুপার হিরো। তারা তাদের সন্তানকে বিপদ থেকে রক্ষা করার জন্য যেকোনো বাধা অতিক্রম করতে পারে।

২৪। মা হলেন বাড়ির ছাদের মতো, যে নিজে পুড়ে সবসময় সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কখনোই কিছু বলে না।

২৫। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও মা তার সন্তানকে কখনো ছেড়ে চলে যায় না। মা তার সন্তানকে সব সময় আগলে রাখতে চায়।

সংগ্রহীতঃ infosearchbd, notunsokal, tipsnetbd

মাকে নিয়ে উক্তি

পৃথিবীতে যার মা নেই সাধারণত সেই জানে মা না থাকার যন্ত্রণা কত বেশি। পৃথিবীতে মা এমন একজন ব্যক্তি যিনি সন্তানকে নিঃস্বার্থভাবে ভালবেসে যান। সন্তানের জন্য মা তার জীবন উৎসর্গ করতে রাজি। আপনি যদি আপনার মাকে নিয়ে স্ট্যাটাস আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে চান তাহলে আরো কিছু মাকে নিয়ে উক্তি নিচে উল্লেখ করা হলো।

১। মা এমন একজন মানুষ যে আপনি তাকে হাজার কষ্ট দিলেও সে কখন আপনাকে কষ্ট দিবে না।

২। জীবনে সফলতা অর্জন করতে চাইলে কখনো মায়ের মনে কষ্ট দিও না। কেননা মাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা আপনাকে কোনদিন সফলতা অর্জন করতে দিবেনা।

৩। পৃথিবীতে একমাত্র মায়ের ভালোবাসার মধ্যে কোন খাদ নেই।

৪। মা শুধুমাত্র একটি ডাক নয়! মা হচ্ছে ভালোবাসার মহিমা। মা হচ্ছে এই পৃথিবীর সব থেকে আপন মানুষ।

৫। মা এমন একটি নাম যা শোনার সাথে সাথেই মানুষের মধ্যে শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসা অনুভূত হয়।

৬। একজন মা তার সন্তানের জন্য কতখানি অবদান রাখে তার কোন হিসাব কেউ কখনো দিতে পারবে না।

৭। মা এমন একটা মধুর ডাক যা বার বার বলেও কেউ কখনো বিরক্ত হয়না।

৮। একজন মানুষকে তার নিজের লক্ষ্যে পৌঁছাতে মায়ের অবদান অতুলনীয়। ইতিমধ্যেই পৃথিবীতে যত বড় এবং জ্ঞানী ব্যক্তিদের সবার মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা অন্যরকম ছিল।

৯। মায়ের ভালোবাসা শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। এইজন্য পৃথিবীতে সবথেকে আপন হিসেবে মাকে বিবেচনা করা হয়।

১০। মা হচ্ছে সন্তানের জন্য শ্রেষ্ঠ শিক্ষক। মায়ের আদর ও ভালোবাসা অতুলনীয়।

১১। মায়ের প্রতি শ্রদ্ধা রেখে মহানবী সাঃ বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।

সংগ্রহীতঃ infopoka, infosearchbd

মাকে নিয়ে বাণী

পৃথিবীতে বিখ্যাত মানুষগণ মাকে নিয়ে বিভিন্ন ধরনের উক্তি এবং বাণী দিয়ে গিয়েছেন। এই বাণীগুলো মায়ের প্রতি ভালোবাসা আমাদের আরো বেশি বাড়িয়ে দেয়। এছাড়া মায়ের ভালোবাসাটা বোঝাতে আমাদের সাহায্য করে। মাকে নিয়ে স্ট্যাটাস গুলো উল্লেখ করা হয়েছে এখন মাকে নিয়ে বাণী নিজে উল্লেখ করা হলো।

১। পৃথিবীর সকল কিছু বদলাতে পারে। কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না।

২। পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য, কিন্তু মা কখনো স্বার্থের জন্য ভালোবাসে না।

৩। মৃত্যুর যন্ত্রণাটা কেমন তা জানি না, তবে মা হারানোর যে কি যন্ত্রনা সেটা হয়তো মৃত্যুর যন্ত্রণার চেয়েও বেশি।

৪। যখন দেখবে মায়ের মুখ, তখন তুমি দেখতে পাবে দুনিয়ার সব ভালোবাসার সুখ। 

৫। মা এমনই একটি ব্যাংক যেখানে আপনি সুখ-দুঃখ, শান্তি-অশান্তি, হাসি, আনন্দ সবকিছু জমা রাখা যায়। 

৬। মা এমনই জিনিস যে তোমার চোখের দিকে তাকালেই সে বুঝতে পারে তুমি কোন পরিস্থিতিতে আছো। 

৭। রাসূল সাঃ বলেছেন, যে দুনিয়াতে যাই করো না কেন নিজের মা-বাবাকে যদি যত্ন না করো তাহলে পরকালে কোন শান্তি পাবে না। 

৮। মা হয়তো বা এমনই যে সবকিছুর জায়গা নিতে পারে সে, কিন্তু তার জায়গা দুনিয়ার কেউ নিতে পারে না।

৯। তোমরা আল্লাহর ইবাদত কর, তার সঙ্গে অন্য কারোর শরিক করো না এবং মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ কর।

১০। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া যদি কোন ভালোবাসা হয়ে থাকে তাহলে সেটা হলো মায়ের ভালোবাসা। 

১১। সন্তান যেমনই হোক না কেন কালো, কুৎসিত, ল্যাংড়া, কানা বা যাই হোক না কেন সেই সন্তান মায়ের কখনো অপ্রিয় হয় না।

১২। একজন মা যদি তার সন্তান প্রসবের সময় মারা যায় তাহলে সে জান্নাতি বা ইসলাম তাকে শহীদের মর্যাদা দিয়েছে।

১৩। পরকাল নয়, ইহকাল নয়, এই দুনিয়াতে যে বাবা-মায়ের সেবা না করবে তার জন্য জান্নাত যেন হারাম।

সংগ্রহীতঃ banglaukti, classresultbd

মাকে নিয়ে ক্যাপশন ও ছন্দ

আমরা অনেকেই মা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের ক্যাপশন দিয়ে মায়ের ছবি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি। কিন্তু অনেকে কোন ধরনের ক্যাপশন দিবে এটি বুঝতে পারে না যার ফলে তারা গুগলের সার্চ করে বিষয়টি জানতে চাই। আপনাদের সুবিধার্থে মাকে নিয়ে ক্যাপশন ও ছন্দ নিচে উল্লেখ করা হলো।

১। যে কোন নারী মা হতে পারে তবে প্রকৃত মা হতে কিছুটা বিশেষত্ব দরকার। যাবে বেশিরভাগ মায়ের মধ্যেই দেখা যায়।

২। মেয়দের কাছে মার মানেই ভালোবাসার আরেক নাম।

৩। অর্থহীন পৃথিবীতে তিনি হলেন আমাদের গর্ব। মা হল একজন মানুষের অস্তিত্বের প্রথম পরিচয়।

৪। মা চিরকাল নীরব থাকে, কথা বলে তাদের ভালোবাসা। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে, পূরণ করে সন্তানের আশা।

৫। মা হলেন সেই মানুষটা, যে জীবনের সব পরিস্থিতিতে তোমার পাশে থেকেছে এবং থাকবে।

৬। মা যদি পাশে থাকে তাহলে হাজারটা সমস্যার সমাধান কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। এটাই মার প্রকৃত ভালবাসার উদাহরণ।

৭। মা কে হারানোর মানে মাথার উপরে ছাদ হারিয়ে ফেলা।

৮। মা ও মেয়ের মাঝের ভালোবাসা কোনো দূরত্ব মানে না।

সংগ্রহীতঃ infotipsnet, tipsnetbd

মাকে নিয়ে স্ট্যাটাসঃ শেষ কথা

প্রিয় পাঠক গণ আজকের এই আর্টিকেলে মাকে নিয়ে স্ট্যাটাস, মাকে নিয়ে উক্তি, মাকে নিয়ে বাণী, মাকে নিয়ে ক্যাপশন ও ছন্দ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের সবথেকে আপন তার মায়ের জন্য উক্ত ক্যাপশন গুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের পোস্ট করতে পারি।

এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক আর্টিকেল আরো পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন। কারণ আমাদের ওয়েবসাইটের নিয়মিত এ ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪