বাবাকে নিয়ে স্ট্যাটাস

আমরা অনেকেই বাবাকে নিয়ে স্ট্যাটাস আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে থাকি। বাবা হচ্ছে পৃথিবীতে আপন মানুষগুলোর মধ্যে সবথেকে আপন। যাদের বাবা নেই তারা জানে এবং অনুভব করতে পারে বাবা কি জিনিস। সাধারণত তখন তারা বাবাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকে। আজকের এই আর্টিকেলটি সেই সকল সন্তানদের জন্য যারা বাবাকে নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানতে চাই।

আপনি যদি বাবাকে নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জানতে চান এবং এগুলো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেল জুড়ে থাকুন। তাহলে চলুন দেরি না করে বাবাকে নিয়ে স্ট্যাটাস গুলো দেখে নেওয়া যাক।

পেজ সূচিপত্রঃ বাবাকে নিয়ে স্ট্যাটাস

বাবাকে নিয়ে উক্তি

বাবা দিবসের সাধারণত সন্তানেরা বাবাকে নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকে। অনেক সন্তান রয়েছে যারা বাবা দিবস ছাড়াও যখন বাবার কথা মনে পড়ে সাধারণত তখন তারা বাবাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকে। আপনারা কোন ধরনের স্ট্যাটাস দিবেন সেগুলো নিয়ে আজকের এই আর্টিকেল। আপনাদের সুবিধার্থে নিচে বাবাকে নিয়ে উক্তি আলোচনা করা হলো।

১। বাবা হলো নিম গাছের মতো। যার পাতা তেতো হলেও ছায়া সবসময় শীতল করে দেয়। বাবা আমাদের সেভাবেই আগলে রাখে।

২। বাবা হল সৃষ্টিকর্তার দেওয়া সবথেকে বড় নেয়ামত, যার কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার কাছে প্রকাশ করে শেষ করা যায় না।

৩। বাবা হলেন আমাদের বন্ধুর মতো, যার উপর আমরা সর্বদা নির্ভর করতে পারি।

৪। বাবা হল উত্তপ্ত রোদ্রে বট গাছের ছায়ার মত। সে তার সন্তান কে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন।

৫। বাবা নামের সুপার হিরোদের কোনো বিশেষ শক্তি না থাকলেও তারাই আমাদের আসল সুপার হিরো হয়।

৬। বাবারা জীবনটা অনেকটাই নিঃস্বার্থ। তারা সন্তানদের জন্য সারা জীবন নিঃস্বার্থভাবে কাজ করে যান।

৭। বাবা হলেন একজন সন্তানের প্রথম বন্ধু। আবার অনেক সন্তানের প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা হয়ে যায় বাবা।

৮। বাবাকে ভালোবাসতে পিতৃ দিবস লাগেনা। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডই বাবাকে ভালোবাসা যায়।

৯। একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন।

১০। প্রকৃতির এক অপর নাম হচ্ছে একজন বাবার তার সন্তানের প্রতি ভালোবাসা।

১১। অর্থহীন পৃথিবীতে তিনি হলেন আমাদের গর্ব। বাবা হল একজন মানুষের অস্তিত্বের প্রথম পরিচয়।

১২। বাবারা চিরকাল নীরব থাকে, কথা বলে তাদের ভালোবাসা। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে, পূরণ করে সন্তানের আশা।

১৩। বাবা হলেন সেই মানুষটা, যে জীবনের সব পরিস্থিতিতে তোমার পাশে থেকেছে এবং থাকবে।

১৪। বাবা যদি পাশে থাকে তাহলে হাজারটা সমস্যার সমাধান কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। এটাই বাবার প্রকৃত ভালবাসার উদাহরণ।

সংগ্রহীতঃ bangla-love-sms.com, infosearchbd

বাবাকে নিয়ে স্ট্যাটাস

বাবা হলেন পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি শত চিন্তা মাথায় নিয়ে তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। বাবার ভালোবাসার কাছে পৃথিবীর সমস্ত ভালোবাসা মলিন। বাবার ভালোবাসা কতটা দামি যখন সে ভালোবাসা থাকে না তখন বোঝা যায়। আপনি যদি বাবাকে নিয়ে স্ট্যাটাস দিতে চান তাহলে আপনার জন্য নিচে বেশ কিছু স্ট্যাটাস উল্লেখ করা হলো।

১। একজন বাবা তার সন্তানের জন্য কতোভাবে অবদান রেখে যান, তার চুলচেড়া হিসাব কেউ কোনদিন বের করতে পারবে না। আমি চিররিনি তোমার কাছে বাবা।

২। বাবা থাকাটা সূর্য থাকার মতো। বাবা হারিয়ে যাওয়া সূর্য হারিয়ে যাওয়ার মত। কারণ সূর্য যদি হারিয়ে যায় তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে আর বাবা যদি হারিয়ে যায় সন্তানের জীবন।

৩। যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালোবাসা।

৪। বোঝা যতোই ভারী হোক না কেন, বাবা কখনো ঝগড়া করেন না। সন্তানদের আকাঙ্ক্ষার বোঝার কাছে তিনি কখনও কাঁধ নত করেন না।

৫। বাবা হলেন তিনি যে আপনাকে পড়ার আগেই ধরে নেয়। কিন্তু আপনাকে তোলার পরিবর্তে আপনার কাপড় থেকে ময়লা সরিয়ে দেয় এবং আপনাকে আবার চেষ্টা করতে বলে।

৬। আমরা আমাদের বাবাকে যতই কষ্ট দেয় না কেন? বাবা যতই রেগে যাক না কেন বাবা তার নিজ গুণে তার সন্তানকে ক্ষমা করে দেয়।

৭। আপনি যদি আপনার পিতাকে আপনার গুরু হিসাবে বিবেচনা করেন, তবে আপনি জীবনের সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করার দক্ষতা শিখবেন।

৮। বাবার উপরটা অনেক কঠিন হয় কিন্তু বাবার মনের ভেতর অনেক নরম। শুধুমাত্র তার সন্তানের জন্য।

৯। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হলেন একজন পিতা। যিনি তার সন্তানদেরও যোদ্ধা হতে শেখান।

১০। বাবা শুধু একজন মানুষ নন, স্রেফ একটি সম্পর্কের নাম নয়, বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ।

১১। এই পৃথিবীতে একমাত্র বাবাই এমন এক ব্যক্তি, যে নিজের চেয়ে নিজের সন্তাকে এগিয়ে যেতে দেখতে চায়।

১২। আপনি যখন সবার কাছ থেকে নিরাশ হবেন একমাত্র বাবাই তখন আপনার আশার আলো হয়ে দাঁড়াবে।

১৩। বাবারা হলেন সত্যিকারের সুপার হিরো। তারা তাদের সন্তানকে বিপদ থেকে রক্ষা করার জন্য যেকোনো বাধা অতিক্রম করতে পারে।

১৪। বাবা হলেন বাড়ির ছাদের মতো, যে নিজে পুড়ে সবসময় সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কখনোই কিছু বলে না।

১৫। সকল প্রত্যাশা পূরণের অপর নাম বাবা। একমাত্র বাবাই সন্তানের সকল আশা পূরণ করে থাকে।

১৬। আমি সকল বিপদে শক্তি পাই, যখন এটা মনে পড়ে যে আমার সাথে এমন একজন আছেন যিনি কোনো বিপদেই আমার হাত ছাড়বেন না। তিনি হলেন আমার বাবা।

১৭। বাবার কাছে আবদার করলে তা যদি না পাওয়া যায় তাহলে বাবাকে নিমপাতার মতো লাগে কিন্তু কেউ এটা চিন্তা করে না যে সেই বাবাই তাকে বট গাছের মত ছায়া দিয়ে আগলে রাখছে।

১৮। বাবার মধ্যেই পৃথিবীর সকল সুখ নিহিত। যার বাবা আছে সে হয়তো বুঝে না বাবা কি জিনিস, তারাই বোঝে বাবার মূল্য কতটুকু যাদের বাবা নেই।

১৯। একজন মেয়ের জন্য প্রকৃত বন্ধু হচ্ছে তার বাবা। বাবার চেয়ে বেস্ট ফ্রেন্ড কেউ হতে পারে না।

২০। বাবা মানে  প্রথম হাঁটতে শেখা, বাবা মানে পরিচয় পতাকা, বাবা মানে একটা সুপারহিরো যে সবসময় সকল দুঃখ, কষ্ট থেকে আমাদের আগলে রাখা।

সংগ্রহীতঃ infosearchbd, notunsokal, tipsnetbd

বাবাকে নিয়ে ক্যাপশন

আমরা যখন আমাদের বিভিন্ন ধরনের ছবি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি তখন সেখানে ক্যাপশন দেই। যখন বাবার সাথে ছবি শেয়ার করি তখন সাধারণত বাবাকে নিয়ে বিভিন্ন ধরনের ক্যাপশন দিয়ে থাকি। আপনার সুবিধার্থে বাবাকে নিয়ে ক্যাপশনগুলো নিচে উল্লেখ করা হলো।

১। একটা মেয়ের জীবনে বাবায় হলে প্রথম পুরুষ এবং তিনি হলেন সবচেয়ে অনুপ্রেরণাদায়ক পুরুষ।

২। যে কোন পুরুষই বাবা হতে পারে তবে প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার।

৩। মেয়দের কাছে বাবার মানেই ভালোবাসার আরেক নাম।

৪। বাবাকে হারানোর মানে মাথার উপরে ছাদ হারিয়ে ফেলা।

৫। বাবা ও মেয়ের মাঝের ভালোবাসা কোনো দূরত্ব মানে না।

৬। একজন বাবা তার সন্তানকে কি ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন।

৭। বাবা হলো স্রষ্টার ভালোবাসার কবিতা প্রতিচ্ছবি।

৮। একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা।

সংগ্রহীতঃ infosearchbd, banglawishes

বাবাকে নিয়ে কবিতা

আমাদের মধ্যে অনেকে আছে যারা কবিতা পড়তে ভালোবাসে। সাধারণত তারা বাবাকে নিয়ে বিভিন্ন ধরনের কবিতা মানুষের সাথে শেয়ার করতে চাই। আমরা ইতিমধ্যে বাবাকে নিয়ে স্ট্যাটাসহ কিছু উক্তি এবং ক্যাপশন জেনেছি। এখন বাবাকে নিয়ে কবিতা সম্পর্কে জানব।

বাবা মানে রক্ত রোধে মেঘের মতো ছায়া

বৈশাখী ঝড়ের মাঝে আগলে রাখা কায়া।

বাবা মানে সন্তানের নিরাপত্তায় চাদর

জীবন জুড়ে ভালোবাসার অফুরন্ত আদর।

কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর

তোমার সাথে প্রথম বাবা হাঁটতে শেখার দিন

জীবনে শোধ হবে না তোমার দেয়া ঋণ।

সংগ্রহীতঃ examresultbd, statusify.xyz

বাবাকে নিয়ে স্ট্যাটাসঃ শেষ কথা

প্রিয় পাঠক গন আজকের এই আর্টিকেলে বাবাকে নিয়ে উক্তি, বাবাকে নিয়ে স্ট্যাটাস, বাবাকে নিয়ে ক্যাপশন, বাবাকে নিয়ে কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।। আপনি যদি আপনার বাবাকে ভালোবেসে থাকেন এবং বাবাকে নিয়ে স্ট্যাটাস দিতে চান তাহলে। এই আর্টিকেলটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।।

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল আরো পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন। কারণ আমাদের ওয়েবসাইটে নিয়মিত এ ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪