বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি

বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি কোনটি? এ বিষয়ে অনেকের প্রশ্ন থাকে। যারা ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চায় সাধারণত তাদের সাথে হোস্টিং শব্দটি সংযুক্ত পূর্ণ। অনেকেই বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি কোনটি? এ বিষয়ে জানেনা। আজকের এই আর্টিকেলে বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

তাহলে চলুন দেরি না করে ঝটপট বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি সম্পর্কে জেনে নেওয়া যাক। উক্ত বিষয়টি জানতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।

সূচিপত্রঃ বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি

হোস্টিং কাকে বলে?

কোন ব্লক বা ওয়েবসাইট তৈরি করার জন্য হোস্টিং এবং ডোমেন এর প্রয়োজন হয়। এই প্রয়োজন অনুযায়ী আমরা অনেকেই বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি সম্পর্কে জানতে চেয়ে google এ সার্চ করি। তার আগে আমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে হোস্টিং বিষয়টি কি?

ইন্টারনেট দুনিয়ায় কোন ওয়েবসাইট বা ব্লগ বানানোর জন্য ওয়েবসাইট বা ব্লকের সমস্ত ডাটা যেখানে জমা হয় সেটিকেই হোস্টিং বলা হয়। সাধারণত কোন ব্লগ বা ওয়েবসাইটের সমস্ত টেক্সট, সকল ধরনের ভিডিও ইমেজ, ডকুমেন্ট, অডিও ফাইল এই সমস্ত কিছু নির্দিষ্ট ওয়েবসাইট বা ব্লগের হোস্টিং সার্ভারে জমা হয়।

আরো পড়ুনঃ ১০টি বাংলাদেশের সেরা আইটি প্রতিষ্ঠান ও কম্পিউটার ট্রেনিং সেন্টার

আমরা ওয়েবসাইট বানানোর জন্য যে ডোমেইন নেমটি প্রয়োজন হয়, সেই নির্দিষ্ট ডোমেন নেমটি কোন ইউজার ইন্টারনেটের সার্চ করলে ওই ওয়েবসাইট বা ব্লগের ডোমেইন নেম টি হোস্টিং সার্ভার এ পয়েন্ট করে, ওয়েবসাইটের সমস্ত ডাটা ইউজার কে দেখিয়ে দেয়। তাহলে এখান থেকে বুঝতে পারি যে ডোমেইন নেম এর সাহায্যে যে সমস্ত ডাটা ইন্টারনেটে এক্সেস করা হয় সে সমস্ত ডাটা ওয়েব সার্ভার ওয়েব হোস্টিং এ জমা হয়।

বাংলাদেশের কয়েকটি হোস্টিং কোম্পানি

যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে সাধারণত তাদের হোস্টিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক কোম্পানি রয়েছে যারা ডোমেইন নেম এর সাথে হোস্টিং ফ্রী দিয়ে থাকে। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি সম্পর্কে জেনে এরপরে সেখান থেকে ক্রয় করতে হবে।

বাংলাদেশের কয়েকটি হোস্টিং কোম্পানিঃ

  • কোড ফর হোস্ট
  • আলফা নেট
  • জিয়ন বিডি
  • এক্সন হোস্ট
  • আই নুট হোস্টিং
  • হোস্টিং বাংলাদেশ
  • ওয়েব হোস্ট বিডি
  • ঢাকা ওয়েব হোস্ট
  • মাই লাইট হোস্ট

কোড ফর হোস্ট - তালিকার প্রথম স্থানে থাকবে কোড ফর হোস্ট। এই কোম্পানিটি বর্তমানে হোস্ট ওভার নামে নামকরণ করা হয়েছে। এটি প্রথম স্থানে থাকার অনেকগুলো কারণ রয়েছে। কোড ফর হোস্ট কোম্পানিটি ২০১১ সাল থেকে এর যাত্রা শুরু করে এখন পর্যন্ত এর কোনো রকম অভিযোগ ছাড়াই যাত্রা চলমান রয়েছে।

এর প্যাকেট সমূহঃ

  • BDIX
  • Shared Hosing
  • VPS Hosting
  • Dedicated server

আলফা নেট - আপনি যদি বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি খুঁজে থাকেন তাহলে আপনাকে বলব আরো একটি সেরা হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হলো আলফা নেট। এটি দীর্ঘ ২২ বছর ধরে বাংলাদেশে হোস্টিং সেবা দিয়ে যাচ্ছে। তারা ২০০১ সাল থেকে বাংলাদেশের সার্ভিস প্রদান করে আসছে। বিশ্বস্ততার দিক থেকে এটি সেরা।

জিয়ন বিডি - আরো একটি অন্যতম সেরা হোস্টিং কোম্পানি হল জিয়ন বিডি। বাংলাদেশে হোস্টিং কোম্পানির নাম আসলে পরিচিত হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে অন্যতম সেরা হল জিয়ন বিডি। এটি বাংলাদেশের প্রথম সি প্যানেল সার্টিফাইড এন ও সি পার্টনার। এ হোস্টিং কোম্পানিটি ২০০৫ সাল থেকে ডোমেইন হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে।

এটি বাংলাদেশের অন্যতম একটি সেরা প্রতিষ্ঠান এবং একমাত্র প্রতিষ্ঠান যাদের নিজস্ব ডাটা সেন্টার রয়েছে। এখান থেকে বোঝা যায় যে এ কোম্পানির টি কতটুকু বিশ্বস্ত। এদের পেমেন্ট মেথড হিসেবে বিকাশ, রকেট এবং নগদ এর সুবিধা রয়েছে।

জিয়ন বিডি সার্ভিস সমূহঃ

  • Web Hosting
  • Shared Hosting 
  • Reseller Hosting
  • VPS Hosting
  • Linux Server
  • Dedicated Server
  • Windows Server

এক্সন হোস্ট - বাংলাদেশের হোস্টিং কোম্পানি গুলার মধ্যে অন্যতম সেরা একটি কোম্পানি হল এক্সন হোস্ট। দেশীয় কোম্পানিগুলোর মধ্যে এক্সন হোস্ট খুবই ভালো মানের এবং বিশ্বাস যোগ্য। তারা গ্রাহকদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এই কোম্পানির বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ৫০০০+ এবং এর জনপ্রিয়তা অন্যান্য হোস্টিং কোম্পানির দিক থেকে কম নয়।

এক্সন হোস্ট সেবা সমূহঃ

  • Linux Shared Hosting
  • Domain Registration
  • Business Email Hosting
  • Premium Web Hosting
  • VPS Hosting
  • Windows Shared Hosting
  • Reseller Hosting

আই নুট হোস্টিং - বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে আরো একটি অন্যতম হলো আই নুট হোস্টিং কোম্পানি। ২০১৪ সালে যাত্রা শুরু করে বাংলাদেশের এই হোস্টিং কোম্পানিটি। এখানে স্বল্প মূল্যে ভালো এবং উন্নত মানের ডোমেইন এবং হোস্টিং সার্ভিস পাওয়া যায়। সাধারণত তাই এর জনপ্রিয়তা এত বেশি। আই নুট হোস্টিং প্রায় সব ধরনের ডোমেইন, হোস্টিং সেবা প্রদান করে থাকে।

আই নুট হোস্টিং সেবা সমূহঃ

  • Domain Registration
  • Windows Hosting
  • Shared Hosting
  • VPS Hosting
  • WordPress Hosting
  • cPanel Hosting

হোস্টিং বাংলাদেশ - হোস্টিং বাংলাদেশ বর্তমানে সার্বিক জনপ্রিয় দেশীয় একটি ডোমেইন এবং হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। এখানে অন্যান্য কোম্পানির চাইতে তুলনামূলক কম মূল্যে এবং ভালো মানের সার্ভিস পাওয়া যায়। হোস্টিং বাংলাদেশ কোম্পানির গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় ৬,৫০০ এর চাইতেও বেশি।

হোস্টিং বাংলাদেশ সেবা সমূহঃ

  • Domain Registration
  • Premium Web Hosting
  • Windows Shared Hosting
  • VPS Hosting
  • Linux Shared Hosting
  • Reseller Hosting
  • Business Email Hosting

ওয়েব হোস্ট বিডি - ওয়েব হোস্ট বিডি বর্তমানে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় হোস্টিং কোম্পানি। ২০১২ সালে এ হোস্টিং কোম্পানিটি যাত্রা শুরু করে। অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের মানুষের অনেক বিশ্বস্ত হয়ে যায় এই কোম্পানিটি। অসাধারণ এবং মূল্যবান কাস্টমার কেয়ারের কারণে বাংলাদেশ জুড়ে এর সুনাম রয়েছে।

আরো পড়ুনঃ রাজশাহীর সেরা ডিজিটাল মার্কেটিং কোর্স - বাংলাদেশের সেরা ডিজিটাল মার্কেটিং কোর্স

ওয়েব হোস্ট বিডি সার্ভিস সমূহঃ

  • Shared Hosting
  • Dedicated Server
  • Reseller Hosting
  • VPS Hosting

ঢাকা ওয়েব হোস্ট - যদিও এ হোস্টিং কোম্পানিতে নতুন যাত্রা শুরু করেছে তবে এর জনপ্রিয়তা কম নয়। ২০১১ সালে প্রতিষ্ঠা লাভ করা এই কোম্পানির ধীরে ধীরে বেশ সফল হতে থাকে। ভালো মানের সার্ভিস এবং কাস্টমার কেয়ার এর কারণে গ্রাহকদের কাছে জনপ্রিয় একটি মাধ্যম হলো এটি। তারা দিনে ২৪ ঘন্টা এবং ৭ দিন সার্ভিস দিয়ে থাকে।

ঢাকা ওয়েব হোস্ট সার্ভিস সমূহঃ

  • Dedicated Server
  • Shared Hosting
  • VPS Hosting
  • Reseller Hosting

মাই লাইট হোস্ট - বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে অন্যতম সেরা একটি হোস্টিং কোম্পানি হল মাই লাইট হোস্ট। অন্যান্য ও অসাধারণ একটি হোস্টিং কোম্পানি। মাই লাইট হোস্ট নিজস্ব কিছু কাজের ধারা রয়েছে। শুধুমাত্র হোস্টিং সার্ভিস নয় এখানে আপনি কম খরচে আপনার প্রয়োজনীয় সকল ডোমেইন পেয়ে যাবেন।

মাই লাইট হোস্ট সার্ভিস সমূহঃ

  • Dedicated Server
  • Reseller Hosting
  • VPS Hosting
  • WordPress Hosting
  • Shared Hosting

সেরা হোস্টিং কোম্পানি বোঝার উপায়

আপনি যদি আপনার ওয়েবসাইট এর জন্য হোস্টিং ক্রয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি সেরা হোস্টিং কোম্পানি থেকে এটি ক্রয় করতে হবে। বাংলাদেশে অনেকগুলো হোস্টিং কোম্পানি রয়েছে আপনি কিভাবে বুঝবেন কোন হোস্টিং কোম্পানি আপনার জন্য সেরা হবে। ইতিমধ্যেই বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

সেরা হোস্টিং কোম্পানি বোঝার উপায়ঃ

  • ভালো মানের কাস্টমার সার্ভিস
  • ভালো হোস্টিং প্যাকেজ
  • কাস্টমার স্যাটিসফাই রেট
  • ৯৯% আপ টাইম
  • সাইট স্পিড
  • ফ্রি এস এস এল সার্টিফিকেট

ভালো মানের কাস্টমার সার্ভিস - আপনি যদি একটি ভালো মানের হোস্টিং কোম্পানি খুঁজে পেতে চান তাহলে আপনাকে দেখতে হবে তাদের কাস্টমার সার্ভিস কেমন। যে কোন ভালো হোস্টিং কোম্পানি থেকে আপনি খুব ভালো মানের কাস্টমার সাপোর্ট পাবেন। সাধারণত কোম্পানি ভেদে এই সাপোর্ট টাইম ভিন্ন রকম হতে পারে। ১২/২৪ ঘন্টা হয়ে থাকে।

ভালো হোস্টিং প্যাকেজ - ভালো মানের একটি হোস্টিং কোম্পানি বোঝার আরও একটি গুরুত্বপূর্ণ উপায় হল এখানে আপনি ভাল হোস্টিং প্যাকেজ পেয়ে যাবেন। ভালো কোম্পানিগুলো নির্দিষ্টতা আমায় ভালো পোস্টিং প্যাকেজ দিয়ে থাকে। তাই আপনি যেখানে ভালো হোস্টিং প্যাকেজ পাবেন এবং উপরের সুযোগ সুবিধা গুলো থাকবে বুঝতে হবে এটি ভালো হোস্টিং কোম্পানি।

কাস্টমার স্যাটিসফাই রেট - সেরা হোস্টিং কোম্পানির আরও একটি মূল বৈশিষ্ট্য হলো কাস্টমার স্যাটিসফাই রেট। তারা তাদের সাপোর্ট, সার্ভিস ইত্যাদির মাধ্যমে কাস্টমারদের সন্তুষ্ট করে থাকেন। যার কারণে বিভিন্ন মাধ্যমে তারা কাস্টমারদের থেকে ভালো রেটিং পেয়ে থাকে।

৯৯% আপ টাইম - একটি ওয়েবসাইট এর জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আপটাইম। আপ টাইম বলতে বুঝায় সার্ভার তথা সাইট কতক্ষণ চালু থাকবে। এটির ওপর সাইটের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা নির্ভর করে। একটি হোস্টিংয়ের যত বেশি সময় আপ টাইম থাকবে সাইট তত বেশি সময় চালু থাকবে।

সাইট স্পিড - সেরা হোস্টিং কোম্পানি বোঝার আরো একটি গুরুত্বপূর্ণ উপায় হল সাইট স্পিড। সেরা হোস্টিং কোম্পানিগুলোতে সাইট পোস্ট করলে অনেক ভালো মানের স্পিড পাওয়া যায়। যা আপনাকে এসিওতে অনেক সাহায্য করবে।

ফ্রি এস এস এল সার্টিফিকেট - বেশিরভাগ হোস্টিং কোম্পানি বর্তমানে তাদের গ্রাহকদের ফ্রি এস এস এল সার্টিফিকেট প্রদান করে থাকে। যার ফলে আপনার সাইটটি হ্যাকারদের হাত থেকে নিরাপদ থাকবে।

বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি

উপরের আলোচনায় আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি সম্পর্কে জানতে পেরেছি। কারণ যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে সাধারণত তাদের জন্য হোস্টিং খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি - ডায়না হোস্ট

বর্তমানে সবথেকে জনপ্রিয় হোস্টিং কোম্পানি গুলোর মধ্যে অন্যতম হলো ডায়না হোস্ট। যারা বর্তমান সময়ে ওয়েবসাইট নিয়ে কাজ করে সাধারণত তারা ডায়না হোস্ট এই হোস্টিং কোম্পানিটি সম্পর্কে অবগত রয়েছে। এটি বাংলাদেশের অন্যতম ফাস্ট লোডিং ওয়েবসাইট গুলোর মধ্যে অন্যতম একটি। এখন পর্যন্ত ১১,৫০০ টের বেশি ওয়েবসাইট থেকে সার্ভিস নিয়েছে।

আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান - বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সার

বার্ষিক ১০০০ টাকার 500 MB SSD NVMe storage থেকে শুরু করে ১৯ হাজার টাকার ৫০ জিবি পর্যন্ত প্যাকেজ রয়েছে। এছাড়াও রয়েছে চিপ শেয়ারড হোস্টিং। সাথে থাকছে ফ্রি এসএসএল সার্টিফিকেট, অন ক্লিক সফটওয়্যার ইনস্টলার। এছাড়াও রয়েছে ডেইলি অটোব্যকআপ সুবিধা।

আমাদের শেষ কথাঃ বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি

প্রিয় পাঠকগণ আজকের এই আর্টিকেলে হোস্টিং কাকে বলে? বাংলাদেশের কয়েকটি হোস্টিং কোম্পানি, সেরা হোস্টিং কোম্পানি বোঝার উপায়, বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন। আপনাদের বিষয়গুলো জানাতে পেরে আমরা আনন্দিত।

আপনি যদি হোস্টিং কোম্পানি সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে এ বিষয়গুলো সম্পর্কে আগে জেনে নিতে হবে। যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪