Best Inspirational Quotes In Bengali, অনুপ্রেরণামূলক উক্তি

  প্রিয় পাঠক,


Best Inspirational Quotes In Bengali 2023, বাংলা মোটিভেশনাল কথা, সফলতার মোটিভেশনাল উক্তি, motivational status bangla.

১. ” সমস্যাকে দেখে ভয় পেও না।
সমস্যা আছে বলেই
তোমার জীবনে জেতার সম্ভবনা আছে। ” –

২. ” যে বলে তুমি পারবে না ,
তোমার দ্বারা হবে না।
সে আসলে নিজের অপারগতা প্রকাশ করে , তোমার নয়। ” –

৩. নিজেকে কখনও নিরাশ হবার অনুমতি দিও না। ” –

৪. ” যারা ভয় পেয়ে পালিয়ে যায়
সাফল্য তাদের দুয়ারে কখনই আসে না। ” –

৫. ” তোমার ভেতর লুকিয়ে থাকা সম্ভবনা গুলিকে খোঁজো।
হয়তো তুমিই সেই যাকে পৃথিবী খুঁজছে। ” –

৬. ” জীবনকে দামি উপহার হিসেবে দেখো ,
অভিযোগ করো না, আনন্দ পাবে। ” –

৭. ” যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো , তবে তুমি জিতে গেছো। ” –

৮. ” যন্ত্রণা দেখে পালিয়ে যেও না।
একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। ” –

৯. ” কারো উন্নতি দেখে ঈর্ষা করো না , শিক্ষা নাও তাহলে তোমার উন্নতি হবে। ” –

১০. ” অন্যের বলা কটা শব্দের দ্বারা কখনও ভেঙ্গে পড়ো না। নিজের কাজের দ্বারা শব্দগুলো বদলে দাও। ” –

১১. ” তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও। আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। ” –

১২. ” নিজেকে যত বেশি জানবে অন্যদের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। ” –

১৩. ” একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তোমার তুমিটা তোমার সাথে থাকবে। তাই তাকে যত্ন কর। ”

১৪. ” নিজেকে কখনও ভয়ের কফিনে বন্দি করো না , কেননা তোমার স্বপ্নগুলো জীবাশ্ম হয়ে যাবে। ” –

১৫. ” শুরুর আগেই ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থতার সম্ভবনাকেই বাড়িয়ে দেয়। ” –

Motivational Quotes In Bangla

১৬. ” পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত সেটা হল অজুহাত। আর এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নাম সাফল্যের সিঁড়ি। ” –

১৭. ” জীবনে একা চলতে শিখতে হয় , কারণ ভীড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয়। ” –

১৮. ” তোমায় শক্তিশালী হতে হবে , এই কারণে নয় যে তুমি কারোর ওপর চাপ সৃষ্টি করতে পারো , বরং এইজন্য যাতে তোমার ওপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে। ” –

১৯.” যদি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও, তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে। ” –

২০. ” নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো সবকিছু সহজ মনে হবে। ” –

২১. ” কান্না পাচ্ছে কেঁদে নাও। কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও। ” –

২২. “ প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে ,
আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। ” – প্রেরণাজীবন

২৩. ” যদি তুমি সমস্যাকে বড় করে দেখ তাহলে কখনও সমাধানের পথ খুঁজে পাবে না। ” –

২৪. ” ওপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। ” –

২৫. ” নিজের ক্ষমতার ওপর কখনও সন্দেহ কর না।
তুমি হয়তো জানোই না তুমি কত কিছু করতে সক্ষম। “-

২৬. ” এভারেস্ট জয় কিংবা ছোট্ট কোনো কাজ শুরুটা কিন্তু হয় একটি পদক্ষেপ দিয়েই তাই পদক্ষেপ নাও। ”

২৭. ” কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে ,
আর কিছু মানুষ তাকে বাস্তবের রূপ দিতে প্রতিনিয়ত চেষ্টা করে চলে। ” –

২৮. ” ভয় পাওয়াটা কোনো সমস্যা নয় ,
ভয় পেয়ে থেমে যাওয়াটাই সমস্যার। “-

২৯. ” যে তোমাকে ব্যঙ্গ করে , করতে দাও।
দেখবে একদিন তুমি -ই তার গর্বের বিষয় হয়ে উঠবে। “-

৩০. ” তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হয়ো না , নিজের গল্প নিজেই লেখো। “-

৩১. ” সাফল্যের রাস্তা অনেক লম্বা হলেও , শীর্ষে পৌঁছে দৃশ্যটা খুবই সুন্দর হয়। ” –

৩২. ” অপরের ভুল থেকে শিক্ষা নাও সমালোচনা করো না।
কারণ সমালোচনা তোমাকে তার মতোই আরেকটা ভুল পথে নিয়ে যাবে। ” –

৩৩. ” নতুন কিছু করতে চাইলে মুখে বলো না করে দেখাও। “-

৩৪. ” কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয়। ” –

৩৫. ” শুধু জল দিয়ে স্নান করলে
শরীরের ভাব বদলানো যায়
ঘাম দিয়ে স্নান করলে
ইতিহাস বদলানো যায়। ” –

৩৬. ” একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু এমন কাজ করো যাতে দুনিয়া তোমায় ছাড়তে না পারে। ” –

Best 24+ Inspirational Status

১। দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম-জীবনযুদ্ধ এই হলো মানুষের হাতিয়ার
– আল্লামা ইকবাল

২। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে
– নেপোলিওন হিল

৩। ‘পারিব না’ একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার।
– কালীপ্রসন্ন ঘোষ

৪। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।
– এ পি জে আব্দুল কালাম

৫। দুঃখ গুলোকে অনেক বড় মনে হয়, সুখ গুলোর চেয়ে। কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয়, হাজার ব্যর্থতার চেয়ে।
– সুজন মজুমদার

৬। সূর্য আমি, ঐ দিগন্তে হারাব, অস্তমিত হব, তবু ধরনীর বুকে চিহ্ন রেখে যাব
– সংগৃহীত

৭। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না
– চার্লি চ্যাপলিন

৮। সাফল্যের মূলমন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা
– ব্রায়ান ট্রেসি

৯। আমার অভিধানে “অসম্ভব” নামে কোন শব্দ নেই
– নেপোলিয়ন বোনাপার্ট

১০। আপনি জলাশয়ের সেই নুড়ি হতে চাইবেন, যা পরিবর্তনের জন্য তরঙ্গ সৃষ্টি করতে পারে
– টিম কুক

১১। “অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে”
– পাওলো কোয়েলহো (বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান লেখক)

১২। “যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায়, তারা একদিন সবকিছুই ঠিক হতে দেখে”
– গর্ডন হিংকলি (আমেরিকান ধর্মীয় বক্তা ও লেখক)

১৩। “যদি উড়তে না পার, তবে দৌড়াও; যদি দৌড়াতে না পার, তবে হাঁটো; হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না”
– মার্টিন লুথার কিং জুনিয়র (আফ্রিকান আমেরিকান নেতা)
সেরা 20+ অনুপ্রেরণামূলক বানী

Visit for more: Best Inspirational Quotes

১৪। “অতীতের ভুল নিয়ে আফসোস করো না। সামনের কাজগুলো নির্ভুল ভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও”
– ডেনিস ওয়েটলি (মোটিভেটর ও পরামর্শক)

১৫। “তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছ, যখন দেখবে পেছন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলেছ”
– সংগৃহীত

১৬। “ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, অতীতের সবকিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো”
– মাইক রোও (আমেরিকান টিভি ব্যক্তিত্ব)

১৭। “তুমি চাইলেও পেছনে যেতে পারবে না, তবে সামনে না এগিয়ে থেমে আছ কেন?”
– সংগৃহীত

১৮। “গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে”
– সংগৃহীত

১৯। “আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি, তবে সামনে এগিয়ে যেতে পারব না”
– জন উডেন (বাস্কেটবল গ্রেট)

২০। “মানুষ সব সময়েই ছাত্র, মাস্টার বলে কিছু নেই। এটা যে বুঝবে – সে সব সময়ে সামনে এগিয়ে যাবে”
– কনরাড হ্যাল (ফটোগ্রাফি গ্রেট)

২১। “শুধু সামনে এগিয়ে যাও। কে কি বলছে – তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে, করতে থাকো”
– জনি ডেপ (ইতিহাসের সফলতম অভিনেতাদের একজন)

২২। “সামনে এগুনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে”
– সংগৃহীত

২৩। “জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো, তারপর তার দিকে এগিয়ে যাও”
– জর্জ পিরি (সর্বকালের সেরা একজন মিক্সড মার্শাল আর্টিস্ট)

২৪। “বিশ্বাস মানে হল সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া, সময়ে সবকিছুই পরিস্কার দেখা যাবে”
– ম্যানি হ্যাল (বিখ্যাত লেখিকা)

২৫। “এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেয়া মানে সৃষ্টিকর্তার দেয়া উপহারের প্রতি অবিচার করা”
সংগৃহীত

২৬। “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”
– ওয়াল্ট ডিজনি

২৭। “ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছ”
– সংগৃহীত

২৮। “জীবন বাই সাইকেল চালানোর মত একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হব”
– আইনস্টাইন

Bangla Motivational Quotes

২৯। কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছো না! চিন্তিত করো না- ‘NO’ শব্দের মানে হচ্ছে ‘Next Opportunity’ অর্থাৎ ‘পরবর্তী সুযোগ’
– এ পি জে আব্দুল কালাম

৩০। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে।
– এ পি জে আব্দুল কালাম

৩১। সমাপ্তি মানেই শেষ নয়। ‘END’ শব্দটির মানে হচ্ছে ‘Effort Never Dies’ অর্থাৎ ‘প্রচেষ্টার মৃত্যু নেই’।
– এ পি জে আব্দুল কালাম

৩২। ফেল করে হতাশ হয়ো না। ইংরেজি শব্দ ফেল ‘Fail’ মানে ‘First Attempt in Learning’ অর্থাৎ ‘শেখার প্রথম ধাপ’। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে।
– এ পি জে আব্দুল কালাম

৩৩। জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যে এতো আনন্দ।
 এ পি জে আব্দুল কালাম

৩৪। প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো:
a. আমি সেরা
b. আমি করতে পারি
c. সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে
d. আমি জয়ী
e. আজ দিনটা আমার
– এ পি জে আব্দুল কালাম

৩৫। কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা।
– এ পি জে আব্দুল কালাম

৩৬। বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।
– এ পি জে আব্দুল কালাম

৩৭। যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই পায় না। আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়।
– এ পি জে আব্দুল কালাম

৩৮। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত।
– এ পি জে আব্দুল কালাম

৩৯। ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী।
– এ পি জে আব্দুল কালাম

৪০। নেতা সমস্যায় ভয় পান না। বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন। তাকে কাজ করতে হবে সততার সঙ্গে।
– এ পি জে আব্দুল কালাম

৪১। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো।
– এ পি জে আব্দুল কালাম

৪২। আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।
– এ পি জে আব্দুল কালাম

৪৩। আমার দলে আক্রমন শুরু করে গোলকিপার, আর স্টাইকার হল প্রথম ডিফেন্ডার
– ইয়োহান ক্রুইফ

৪৪। গতি আসলে কি? মিডিয়া অনেক সময়েই চতুরতা আর গতিকে মিশিয়ে ফেলে। তুমি যদি বিপক্ষের চেয়ে খানিকটা আগে দৌড়োতে শুরু কর, তোমাকে গতিময় মনে হবে
– ইয়োহান ক্রুইফ

৪৫। ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।
– এ পি জে আব্দুল কালাম

৪৬। দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যের পর্যায়ে থাকবে—এমন একটি বিশ্বের কথা কল্পনা করো। দেখবে একসময় তা সত্যিই হয়ে যাবে
– ড. মুহাম্মদ ইউনূস

৪৭। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না
– স্বামী বিবেকানন্দ

৪৮। আপনার সম্পর্কে একটা ম্যুভিতে কি বলা হল কিংবা আপনি কী বলছেন, তাতে অন্যরা খুব একটা গুরুত্ব দিবে না। আপনি কী করেছেন, সবাই সেটি দেখতে চায়।
– মার্ক জাকারবার্গ

৪৯। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেওয়া
– মার্ক জাকারবার্গ

৫০। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
– বিল গেটস

আপনি একজন উদীয়মান উদ্যোক্তা (উদ্যোক্তা উদ্ধৃতি) বা ই-কমার্স অভিজ্ঞ হোন না কেন, ব্যবসা চালানোর সময় কীভাবে চাপ মোকাবেলা করতে হয় তা শেখা সবসময়ই চ্যালেঞ্জিং হবে।

অনুপ্রেরণামূলক উদ্ধৃতিগুলি হল আপনার যাত্রাপথে এগিয়ে যাওয়ার সাথে সাথে ইতিবাচক, উত্পাদনশীল এবং খুশি থাকতে সাহায্য করার একটি উপায়। এমনকি আয়নাতে একটি দৈনিক অনুপ্রেরণামূলক উদ্ধৃতি বলা আপনার দৈনন্দিন জীবনে একটি বিশাল প্রভাব ফেলতে পারে।

আপনি দিনের মধ্য দিয়ে এবং আপনার ব্যবসায় চলার সময়, আপনার জন্য আমার আশা আপনি শক্তিশালী বোধ. যে আপনি এই উদ্ধৃতিগুলি ব্যবহার করে নিজের সাথে সংযোগ স্থাপন করতে, আপনার মনকে পরিষ্কার করতে এবং নিজের এবং আপনার চারপাশের বিশ্বের জন্য আত্মবিশ্বাস এবং কৃতজ্ঞতার সাথে বিশ্বে চলে যান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪