১.০.০ ভাষার ব্যবহার:
পোস্টের ভাষা অবশ্যই বাংলা হওয়া উচিত এবং এতে কমপক্ষে ৮০ শতাংশ বাংলা থাকতে হবে। বাংলা-ইংরেজি মিশ্রণ এড়িয়ে চলুন। ইংরেজি ভাষায় পোস্ট করা যেতে পারে, তবে অন্য কোনো ভাষায় নয়। অভ্র ইউনিকোড দিয়ে বাংলা লেখার পরামর্শ দেওয়া হয়।
১.০.১ ভাষার শুদ্ধতা:
বাংলা-ইংরেজি অযথা মিশ্রিত করা, ইংরেজি হরফে বাংলা লেখা কিংবা ভাষার অপব্যবহার করে কোনো পোস্ট করা যাবে না। তবে প্রয়োজনে সীমিতভাবে বাংলা-ইংরেজি মিশ্রণ করা যেতে পারে।
১.০.২ টেকনিক্যাল পরিভাষা:
প্রযুক্তিগত পরিভাষার ক্ষেত্রে প্রয়োজনবিহীন বাংলা প্রতিশব্দ এড়িয়ে চলুন। প্রচলিত ইংরেজি পরিভাষা ব্যবহার করতে পারেন বা বাংলায় সেগুলোর উচ্চারণ লিখতে পারেন। বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটিই ব্যবহার করুন।
১.০.৩ ক্র্যাকিং বা সিরিয়াল কী বিষয়ক পোস্টিং:
সফটওয়্যার ক্র্যাক, সিরিয়াল কী বা কীজেন সম্পর্কিত পোস্ট ও আপলোড এড়িয়ে চলুন। প্রয়োজন হলে অন্য কোথাও টেক্সট ফাইলে আপলোড করে লিংক প্রদান করতে পারেন। ক্র্যাক বা কীজেনের পরিবর্তে ওপেন সোর্স বা ফ্রিওয়্যার সফটওয়্যার প্রচারের প্রতি ব্লগটি উৎসাহিত করে।
১.০.৪ হ্যাকিং সংক্রান্ত বিষয়:
হ্যাকিং, ক্র্যাকিং, ফিসিং বা সাইবার অপরাধের ওপর পোস্ট করা যেতে পারে তবে তা শুধুমাত্র সাধারণ তথ্য ও সুরক্ষার উদ্দেশ্যে হতে হবে, কোনো নির্দিষ্ট সাইট বা ব্যক্তির উদ্দেশ্যে নয়। ব্লগটি হ্যাকিংকে সুরক্ষা বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহারের ওপর গুরুত্ব দেয়।
১.০.৫ মৌলিকতা রক্ষা:
নিজের লেখা নয় এমন কোনো বিষয় সরাসরি কপি-পেস্ট করে পোস্ট করা যাবে না। প্লেজারিজম থেকে বিরত থাকুন এবং অন্যের কাজকে যথাযথ সম্মান দিন।
১.০.৬ অনুমোদিত কপিপেস্ট:
যদি মানসম্মত কোনো লেখা অন্য কারো কাছ থেকে কপি করেন, তবে অবশ্যই মূল লেখকের নাম এবং সোর্স লিংক উল্লেখ করতে হবে।
১.০.৭ নিজের পূর্বে প্রকাশিত লেখা:
নিজের পূর্বে প্রকাশিত লেখা পুনরায় পোস্ট করতে চাইলে আপনি করতে পারেন, তবে সেই লেখার সোর্স বা লিংক দেওয়া সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন। লেখাটি যদি অন্যান্য প্ল্যাটফর্মে আগে প্রকাশিত হয়, তবে সেই লেখার ক্রেডিট উল্লেখ করা প্রয়োজন।
১.০.৮ নিজস্ব ব্লগের পোস্ট পুনঃপ্রকাশ:
নিজের ব্লগের লেখা এখানে পোস্ট করতে পারবেন তবে একই লেখাটি অন্য কোথাও আগে প্রকাশিত হলে ‘পূর্বে প্রকাশিত’ বলে মূল লিংকটি উল্লেখ করা শ্রেয়।
১.০.৯ সম্পূর্ণ পোস্ট শেয়ার:
অর্ধেক লেখা পোস্ট করে বাকি অংশ পড়ার জন্য লিংক দেওয়া যাবে না। সম্পূর্ণ পোস্ট এখানে প্রকাশ করুন এবং প্রয়োজনে লেখকের নাম ও সোর্স উল্লেখ করুন।
১.১.০ বিজ্ঞাপন ও অ্যাফিলিয়েট লিংক নিষিদ্ধ:
পোস্টে কোনো অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট লিংক কিংবা শর্তযুক্ত শর্ট লিংক প্রদান করা যাবে না। এছাড়াও কোনো পোস্টে এমন কোনো সাইটের লিংক ব্যবহার করা যাবে না যেখানে অ্যাফিলিয়েট জাতীয় লিংক বা বিজ্ঞাপন আছে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url