ছেলেদের attitude ফেসবুক পোস্ট In 2023

প্রিয় পাঠক,

 ছেলেদের attitude ফেসবুক পোস্ট- Bangla attitude caption 2023.


সাধারণত আমি খিস্তি মারি না,
আর যদি মেরে থাকি-তাহলে!

যদিও গল্পটা ব্যর্থতায় ভরা,
তবুও আমি আমার গল্পে সেরা।

যেচে কথা বলি বলে,
মূল্যহীন ভেবো না।

দুনিয়া থাক দুনিয়াতে,
আমি থাকি আমাতে।

আমি হয়তো দুষ্টু,
কিন্তু খারাপ না।

দিন আমারও আসবে শুধু সময়ের অপেক্ষা।

পড়াশুনা করে অনেক
কিছু করতে হবে আমাকে।
কিন্তু পড়াশুনাটাই
তাে ভাল লাগে না!

সবার সাথে তাল মিলিয়ে
চলা আমার পক্ষে সম্ভব নয়।
কারন আমি মানুষ
তবলা নই।

তুই ঠিকই বলেছিলিস,
Yes, I Deserve Better

আমাকে বুঝতে গেলে,
আপনাকে বুদ্ধি GB হতে হবে।

প্রতিদিন থেকে শেখা
অভিনয় আরেক পেশা।
BOYS UNCOMON ATTITUDE STATUS 2023

অবাক করা ফেসবুক স্ট্যাটাস


আগুনকে যে ভয় পায়,
সে আগুনকে ব্যবহার
করতে পারে না।

বেস্ট ক্যাপশন বাংলা
তুমি বদলে গেলে পরিস্থিতি দায়ী।
আর আমি বদলালে অবিশ্বাসী…!

বেস্ট ক্যাপশন বাংলা
বেস্ট ক্যাপশন বাংলা
প্রেম?
নাহ!
ওটা থেকে এখন
দূরে থাকি।

বাংলা ক্যাপশন

অতাে টাও ভদ্র নই!
যে বাল গালি দেবাে না।

সফল হতে অনেকেই চায়
নিজেকে তেমন করে বানায়না।
ঈগল হয়ে উড়তে গেলে
হাঁসের সঙ্গে সাঁতার মানায় না।

ফেসবুক ক্যাপশন
ফেসবুক ক্যাপশন
গরিব মানুষ স্যার
দিনে চাঁদ দেখি।




গল্প দিয়েই মেটাতে হয়।
বাস্তবতার দাম,
লেখক হয়ে পাল্টাই
তাই চরিত্র দের নাম।

প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা
প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা
কেউ ভালবাসে..
কেউ টাইমপাশে..

বেস্ট ক্যাপশন বাংলা মনোভাব
বেস্ট ক্যাপশন বাংলা মনোভাব
ফুচকা is LOVE
তেঁতুলজল is EMOTION

বাংলা ক্যাপশন ফর ডিপি
বাংলা ক্যাপশন ফর ডিপি
আমার কোনাে পােস্ট দেখে যদি,
আপনার ফাটে তবে বুঝবেন
ওটা আপনার জন্যই ছিল।

বাংলা কেপশন ফেসবুক
বাংলা কেপশন ফেসবুক
মানুষ বদলায়,
কারন বদলে যাওয়াটাই
মানুষের স্বভাব।

আমার আমি বড্ড দামি।

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস


best attiude picture boys in bengali

জন্ম নিয়েছি।
কারাে মনের মতাে
হওয়ার জন্য নয়,
বরং নিজের মতাে
করে বাঁচার জন্য!

শুধু Ego টাই না!
দূরত্ব টাও বেড়ে গেছে।
পারলে Ego টা সরিয়ে,
Ogo বলে ডাকিস।
দেখবি দূরত্বটা আর থাকবে না।

fb caption bangla attitude
fb caption bangla attitude
বন্ধুত্ব কখনাে হাড়ায় না
হাড়িয়ে যায় সেই মানুষটা
যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না!

দেখে নিস আমিও
একদিন বদলে যাবাে,
তারপর শতবার ডাকলেও
আর ফিরে আসবাে না।


বাংলা attitude স্ট্যাটাস

bangla attitude caption
Camera..
দিয়ে মানুষের ছবিটা
তুলা যায় But চরিত্রটা নয়!

fb caption bangla attitude 2023
কেউ কাউকে কিছু শেখায় না,
ধাক্কা খেতে খেতে নিজেকে
শিখে নিতে হয়।

বাংলা শায়েরী লেখা attitude
বাংলা শায়েরী লেখা attitude
আমি এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া
অন্য কেউ নাই।
FACEBOOK CAPTION BANGLA ATTITUDE

একদিন তো মরেই যাবো।

জিরাফের সাধ নাই মাঠে-ঘাটে,
ঘুরিতে ফড়িঙের ঢং ধরি
সেও চায় উড়িতে।

বাংলা শর্ট ক্যাপশন
আমিও প্রেমে পরতে চাই।
কেউ একটু ধাক্কা দিবি?

বাংলা শর্ট ক্যাপশন
বাংলা শর্ট ক্যাপশন
প্রেমের মধ্যে ভয় না থাকলে
রস নিবিড় হয় না।

যার ভালােবাসা যত গভীর
তার ভালােবাসার প্রকাশ তত কম।
ভালােবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়,
প্রকাশ করার বিষয় নয়।

বাংলা শর্ট ক্যাপশন happy
বাংলা শর্ট ক্যাপশন happy
সম্পর্ক শব্দটা খুব ছােট!
কিন্তু গড়াটা ভীষণ কঠিন!

বাংলা শর্ট ক্যাপশন 2023
বাংলা শর্ট ক্যাপশন 2023
আপনারে দীপ করি জ্বালাে,
আপনার যাত্রা পথে আপনি
দিতে হবে যে আলাে।

প্রিয়জনকে প্রয়ােজন বানাও,
প্রয়োজনে কাউকে প্রিয়জন
বানিও না!!

বাংলা শর্ট ক্যাপশন স্ট্যাটাস
বাংলা শর্ট ক্যাপশন স্ট্যাটাস
সম্পর্ক চলা কালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।
ফেসবুক এটিটিউড ক্যাপশন ২০২৩

এটিটিউড ক্যাপশন বাংলা

ভালােবাসাতেও বাড়ছে রােজই
মন্দবাসার হার,
অনাদরে থেকেই বরং
বাড়ুক আবদার।

বাংলা ক্যাপশন ফর ফেইসবুক
বাংলা ক্যাপশন ফর ফেইসবুক
ভালােবাসা হােক কিংবা বন্ধুত্ব
পাসওয়ার্ড একটাই বিশ্বাস

বেঙ্গলি ক্যাপশন
বেঙ্গলি ক্যাপশন
শুধু তুমি চাও যদি,
সাজাবাে আবার নদী।

না বয়ে সময়ের চোরা স্রোতে,
আজ ভেসে যাই কল্পনাতে।

Bengali Captions For Instagram
চেনা মানুষের মুখে নতুন মুখোশ।
সময়ও তাে বদলায় ওদের কি দোষ!

একমাত্র গল্পকারই জানে,
সব চরিত্র কাল্পনিক হয় না,
সব গল্প গল্প হয় না…

আগে ভালােবাসতে গেলে মন লাগতাে,
এখন যােগ্যতা লাগে…!!

টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি।

ভেবে ছিলাম তাের রাজ্যের রাজা হবাে।
But জানতাম না।
তাের রাজ্যে প্রহরীর চেয়ে
রাজার সংখ্যা বেশি।

ভালােবাসা থেকে বিয়ের দূরত্ব,
হল বেকারত্ব।

ভালো থাকিস,
বলেই আমাদের গল্পটা শেষ।

কোথাই খুঁজবাে তাকে..?
সে তো হরাইনি বদলে গেছে।

বেশি Take Care করলে
সে তাে তােমাকে Over Take
করেই চলে যাবে।

মনটাও কি জিনিস বুকের
মধ্যে তাে থাকে কিন্তু আয়ত্বে থাকে না…
SHORT CAPTION FOR PROFILE PICTURE BANGLA

দোষটা তাের না!
হয়তাে আমার ভাগ্যে
ভালােবাসা লেখা ছিলাে না।

যাহারা শান্তভাবে সহ্য করে
তাহারা গভীরতররূপে আহত হয়।

দেখতে হয়তাে মন্দ,
তাই তাে ভালােবাসার
দরজা বন্ধ।

দূরত্ব বাড়লে যোগাযোগ নিভে যায়।

সময়কে সময় দিন
সব ঠিক হয়ে যাবে।

মন অনেকের ভাল হলেও
কপালটা সবার ভাল হয় না!

আমার এ পথে নেই
যে কোনো পাপ।
ভালােবাসাটা ছিলাে
শুধুই অভিশাপ।

আমি হাঁসতে ভালােবাসি কারণ,
হাঁসিটাই তাে দুঃখ
লুকানাের একমাত্র অস্ত্র!

পারলে গিয়ে স্বপ্ন কিনিস বাজারে…
মিথ্যে প্রতিশ্রুতি বিকিয়ে আসিস না।

একসময় যার হৃদয়ে থাকতাম!!
এখন তার ব্লকলিস্টে।

বাংলা ফেসবুক ক্যাপশন
অভিমান জমে জমে
আমি আজ ব্যাথাহীন।

বাংলা ফেসবুক ক্যাপশন
বাংলা ফেসবুক ক্যাপশন
আজ হয়তাে অন্য কারাে
ভালােবাসার মানুষ তুমি,
অন্য কারাে ক্যানভাসে আঁকা ছবি..

ফেসবুক ক্যাপশন বাংলা
ফেসবুক ক্যাপশন বাংলা
ধৈর্য মানুষের উন্নতি করে।
আর মিথ্যা মানুষকে ধ্বংস করে।

কেপশন ফেসবুক
কেপশন ফেসবুক
অবহেলায় লােহাতেও মরচে পরে,
আর, আমরা তাে
রক্তমাংসের মানুষ মাত্র।

হঠাৎ একদিন চলে
গেছাে তাতে ক্ষতি নেই।
কারণ, জীবন তবুও চলবে
জীবনের গতিতেই।

অভিমানী মন
কুড়ে কুড়ে খাচ্ছে
আমায় সারাটাক্ষণ।

ওই ব্যাকস্পেস টাই জানে,
কত না বলা কথার মানে!

উড়ে যেতে চায়?
যাক না সে অন্য দেশে।
ভুল হয়েছে, হতেই পারে।
জন্ম যখন মানুষ বেশে।

নদীর এপাড় ভাঙ্গে ওপর গড়ে।
আমার সপ্ন গুলােও তেমনি
প্রতিদিনই কিছু ভাঙ্গছে।
আবার কিছু গড়ে উঠেছে।

সবাইকে খুশি করার
চেষ্টা করে কোনাে লাভ নেই,
কারণ প্রদীপের নিচেই
থাকে জমাট বাঁধা অন্ধকার।

আজকাল কারাে সাথে
মন খুলে কথা বলতেও
ভয় লাগে।

গলেছে একটা মন,
চেনা আলিঙ্গনে!
ভিজেছে একটা মন সামান্য চুম্বনে।

বাংলা ক্যাপশন ফর ডিপি (DP)
বাংলা ক্যাপশন ফর ডিপি (DP)
তুমিও বােঝ আমিও বুঝি
বুঝেও বুঝি না,
তুমিও বলাে আমিও বলি তবে
সােজাসুজি না।

মাথার উপর যে শূন্যতা তার
নাম আকাশ বুকে
ভেতর যে শূণ্যতা তার
নাম দীর্ঘশ্বাস।

সময়ের সমুদ্রে আছি,
কিন্তু একমুহূর্ত সময় নেই।

নাই যদি বা এলে তুমি
এড়িয়ে যাবে তাই বলে?
অন্তরেতে নাই কি তুমি
সামনে আমার নাই বলে।

মানুষ রােগে কম মরে।
ভালােবাসায় বেশি ..

কিচ্ছু চাইনি আমি।
আজীবন ভালবাসা ছাড়া।

নিঃসঙ্গতার খাঁচায় বন্দি প্রাণ!

আমি খুব শান্ত আর ভদ্র।
শুধু সাক্ষীর অভাবে
প্রমাণ করতে পারছি না।

গবীর হতে পারি,
কিন্তু তােমার মতাে
বানান ভুল পড়িনা।

শুনেছি ভালােবাসার রাস্তায়
নাকি ভীষণ যন্ত্রণা থাকে!!
তাই ভাবছি ঐ রাস্তায়
একটা ঔষধের দোকান খুলবাে।

বাবা:-তাের ফোনের লক টা খুলে দে তাে।
আমি:- Fingerprint টা ভুলে গেছি।

যখন তােমার একা লাগবে
তুমি চারদিকে কিছুই দেখতে
পাবে না দুনিয়াটা
ঝাপসা হয়ে আসবে।
তখন তুমি আমার কাছে
এসাে তােমাকে চোখের
ডাক্তারের কাছে নিয়ে যাবো।
FACEBOOK STYLISH ATTITUDE BIO 2023

༎彡❤️‍
বাপের হোটেলে খাই! মায়ের কোলে ঘুমাই!কোন মেয়ের এটিটিউড দেখার টাইম নাই আমার!
-!!-

─༅༎•༅༎•─
༆༺༼⳺প্রিঁয়ঁ⳻༽༻༒তোঁরঁ෴সেঁইঁ ෴ অ্ভিঁমাঁনী পাঁগঁলঁ তাহ”༆
─༅༎•༅༎•─

༊পরিবারের༎ছোট༊᭄মেয়ে༎আমি༊᭄এটিটিউড༎তো༊᭄আমার༎থাকবে༊᭄না༎তো༊᭄কার༎থাকবে᭄

༎彡❤️‍
༆༺আঁব্বেঁ ওই বাঁলক শোন ভাবটা না কম নে! তর ভাবের রাজ্যের ভাবওয়ালী আমি༆
-!!-

─༅༎•༅༎•─
ভাব༎ຶ⊱⊰༎ຶওয়ালি༎ຶ⊱⊰༎ຶNot༎ຶ⊱⊰༎ຶAllow༎ຶ
─༅༎•༅༎•─

┏╮/╱
•••⊰❂⊱
╱/ ╰┛ইঁন্টাঁরঁন্যাঁশঁনাঁলঁ ভাঁবঁওঁয়াঁলাঁ।
﹏ღ﹏____༅༎

─༅༎•༅༎•─
༆ আবে༒ওই༒ছেলে ༒শোন༒এত ভাব নিস না༒আমি নিজেই ༒ভাব༒ওয়ালি༒মাইয়া༆
─༅༎•༅༎•─

__ღ༉۵
মা༅ আমার ༅জান্নাত ༅বাবা༅ ༅আমার༅ পৃথিবী ༅এবং༅ ভাই বোন ༅হলো ༅আামার ༅কলিজা༅༅
__ღ༉۵

❥──༄࿐
আমাকে পছন্দ না হলে দুরত্ব বজায় রাখুন! কারন আমি সবার মতো আলগা পিরিত করি না।
❥──༄࿐

༎彡❤️‍
ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখিও না! আমি নিজেই অনেক কিছু ছেড়ে এসেছি!
-!!-

༆আমি༎༊মানুষ༎༊দেখে༎༊সম্মান༎༊করি༎༊না࿐মানুষের༎༊ব্যবহার༎༊দেখে༎༊সম্মান༎༊ করি༎༊༆
༎彡❤️‍

─༅༎•༅༎•─
মন খারাপ করে আর কি হবে! দুনিয়াটা তো আর মা নয় যে সব সময় ভালোবাসবে।

__ღ༉۵
꧁আমি এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউই নাই꧂

༉۵
❥┼─༊কারো কথার ধার ধারি না! নিজের ইচ্ছা মতো চলি! একটাই তো জীবন, হোক না একটু অন্যরকম, ক্ষতি কি?__ღ༉۵

❥─༄࿐
༆আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, নবী ছাড়া কোন নেতা নাই,কোরআন ছাড়া কোন কিতাব নাই༆
______

⌒”!!✰დ
༆ওই ছেলে ভাব নিওনা এটা একটা ভদ্র মেয়ের প্রোফাইল༆
─༅༎•༅༎•─

─༅༎•༅༎•─
‍♀️༆আঁব্বে ওঁই মাঁইঁয়া জুঁতা খুঁলে প্রঁবেঁশ কঁরো এঁটা ভঁদ্র পোঁলাঁর প্রোঁফাইঁল༆
─༅༎•༅༎•─

__’༉༎
ওই মাইয়া! বিনা অনুমতিতে আমার ফ্রোপাইলের ভিতরে কি করো হুম??
__’༉༎
─༅༎•༅༎•─

আব্বে ওই মাইয়া জুতা খুলে প্রবেশ কর কারন এটা আমার শহর তোর বাপের বাড়ি না।
─༅༎•༅༎•─
__’༉༎

꧁আব্বে༒︎ওই༒︎মাইয়া༒︎জুতা༒︎খুলে༒︎প্রবেশ༒︎করো༒︎এটা༒︎ভদ্র༒︎পোলার༒︎প্রোফাইল꧂
__’༉༎
______

༆আব্বে ওই মাইয়া শোন! এতো ভাব নিবিনা আমি আবডেট পোলা বুঝলি༆!
______
__ღ༉۵

ওই মেয়ে আমার প্রোফাইল কি দেখিস? এতো বেশি দেখিস না প্রেমে পরে যাবি!
__ღ༉۵
__’༉༎

༆ওই বালিকা শুনো! তুমি যদি 4G মেয়ে হও তবে আমি 8G ছেলে! careful༆
─༅༎•༅༎•─
__’༉༎

ওই বালক শুনো! যাকে তাকে দেখে ক্রাশ খাওয়ার মত মেয়ে আমি না।
─༅༎•༅༎•─
‍♂️⋆⃝‍♀️
༆ওই ছেলে ভাব নিওনা! এটা একটা ভদ্র মেয়ের প্রোফাইল༆
‍♂️⋆⃝‍♀️
(҂`_´) <,︻╦̵̵̿╤─ ҉ ওই মেয়ে…..চোখে কি গা‌জা চাষ করো…! থাকালেই নেশা হয়ে যায় ‍♂️?

__ღ༉۵

ওই মাইয়া এত ভাব দেখাস কেন? Friend Request দিছি Love Letter নাহ!
__ღ༉۵
シ︎
༊”প্রিয়’ তো্ঁর্ঁ উম্মা্ঁহ”পাগল,,বাবু” ত্যাহ্ঁ༉﹏﹏﹏﹏ღ﹏
シ︎
༎彡❤️‍

ツ●───༊᭄࿐❥
༒︎প্রিঁয়্ঁ তোঁরঁ স্বঁপ্নেঁরঁ রাঁজঁকুঁমাঁরঁ তাঁহ্ঁシ︎༒︎
ツ●───༊᭄࿐❥
﹏ღ﹏____༅༎
༉༎༉༉༎༉♡

༊”-প্রিয়”সুখ”পাখি”টাহ্ツ
༎彡❤️‍
︵❝།།___
༆︎প্রিঁয়ঁ༆তোঁরঁ” নিঁলঁ ”শাঁড়িঁরঁ” ক্রাঁশঁ༆ তাঁহ্ঁ シ︎



༺༼⳺প্রি্ঁয়ু্ঁ⳻༽༻༒তোর෴সেই ෴রাগি ෴প্রি্ঁয়্ঁ ෴বাবু”তাহ෴
________
__ღ༉۵
༒︎প্রি্য়্ঁ༆তো্ঁর্ঁ༆সে্ঁই্ঁ༆মা্ঁয়া্ঁবী্ঁ༆হা্ঁসি্ঁ༆তা্ঁহ্ঁ༒
__ღ༉۵

─༅༎•༅༎•─
༊”প্রিয় হাসি মুখ’টাহ্”﹏ღ﹏”
─༅༎•༅༎•─

─༅༎•༅༎•─
༺প্রিঁয়ঁ࿐কঁলিঁজাঁরঁ হৃঁদঁয়ঁ স্পঁন্দঁনঁ
─༅༎•༅༎•─
─༅༎•༅༎•─
༊’প্রি্ঁয়্ঁ ‘কা্ঁঠঁ’গো্ঁলা্ঁপ্ঁ’তা্ঁহ্ঁ’﹏ღ﹏”
─༅༎•༅༎•─
__’༉༎
ওহে বালিকা! হ্যাঁ তোমাকেই বলছি! তুমি আমার প্রোফাইলে আসছো কিসের জন্য??
__’༉༎

─༅༎•༅༎•─
আমি আমার মত! হয়তো কারো মনের মতন নাহ!
─༅༎•༅༎•─


༆༒মাঁ༒বাঁবাঁরঁ༒আদরের এঁকঁমাঁত্রঁ༒ছেঁলেঁ༒২৫%༒ভদ্র༒৪৫%দুষ্টু༒৩০%মিষ্টি༒
__’༉༎

‍♂️⋆⃝‍♀️
বাপের হোটেলে খাই! মায়ের কোলে ঘুমাই!কোন মেয়ের এটিটিউড দেখার টাইম নাই আমার!
‍♂️⋆⃝‍♀️
__’༉༎
༆আমি দুষ্ট ছেলে হতে পারি, কিন্তু বকাটে ছেলে না༆
__ღ༉۵

′⌒”!!✰დ
কোন প্রেসিডেন্টের ছেলে না আমি! বাংলার কৃষক এর ছেলে।
❥»̶̶͓͓͓̽̽̽⑅⃝✺❥᭄❥

__’༉༎
তোঁমাঁকেঁ ছাঁড়াঁ নঁতুঁনঁ কঁরেঁ বাঁচঁতেঁ শিঁখেঁছি ঁআঁমি পাঁগঁলঁঁ ছেঁলেঁটিঁ।
__’༉༎

﹏ღ﹏____༅༎
༆༆”প্রি্ঁয়্ঁ༆তো্ঁমা্ঁর্ঁ༆ভা্ঁলো্ঁবা্ঁসা্ঁ༆টা্ঁহ্ঁ༆༆
︵♡︎

‍♂️⋆⃝‍♀️
༆”প্রিঁয়ঁ’ ༆তোঁমাঁরঁ༆ভাঁলোঁবাঁসা মিঁষ্টিঁ ༆টাঁহঁ༆
‍♂️⋆⃝‍♀️

‍♂️⋆⃝‍♀️
シ︎””প্রিয়༆তোঁমাঁরঁ”,পিঁচ্চিঁ ক্ঁলি্ঁজা্ঁর্ঁ বাঁবুঁ༆তাঁহ্ঁ༆࿐シ︎
‍♂️⋆⃝‍♀️
ATTITUDE CAPTIONS STATUS BANGLA COPY

༺ আমার প্রিঁয়ঁ࿐ভাঁলোঁবাঁসাঁরঁシমাঁনুঁষঁ ࿐টা্ঁহ্ঁ ༺তুই কলিজা༆

彡༒ প্রিঁয় তোঁমাঁর দুষ্টু্ঁ মিঁষ্টি রাঁগি বাবুঁ ”তা্ঁহ্ঁ ༒

༆༆প্রিঁয়ঁশীঁ তোঁরঁ ভাঁলোঁবাঁসাঁরঁ পাঁগঁলঁ তাঁহঁ༊༆༆মঁজঁনুঁ তাঁহঁ༆༆

༒প্রি্ঁয়্ঁ༒তো্ঁর্ঁ༆সে্ঁই্ঁ༆অ্ঁভি্ঁমা্ঁনী্ঁ༆পা্ঁগ্ঁল্ঁ༆তা্ঁহ্ঁ༆༆

༆প্রি্ঁয়্ঁ আ্ঁমি্ঁ তো্ঁমা্ঁকে্ঁ খু্ঁব্ঁ ভা্ঁলো্ঁবা্ঁসি্ঁ༆

彡༒ প্রিঁয় তোঁমাঁর দুষ্টু্ঁ মিঁষ্টি রাঁগি বাঁবুঁ ”তা্ঁহ্ঁ ༒ツ༆

༒︎༆তোঁরঁ মুঁখেঁরঁ হাঁসিঁ’ টাঁহ্ঁ!খুঁবঁ বেঁশিঁ ভাঁলঁবাঁসিঁ প্রিঁয়ঁ ༄シ︎

༆༒︎ প্রিঁয়ঁ তোঁরঁ পঁবিঁত্রঁ ভাঁলোঁবাঁসাঁ তাঁহঁ ༒︎༆

༺ আমার প্রিঁয়ঁ࿐ভাঁলোঁবাঁসাঁরঁシমাঁনুঁষঁ ࿐টা্ঁহ্ঁ ༺তুই কলিজা༆

༆প্রি্ঁয়্ঁ ༆তো্ঁর্ঁ༆ক্ঁলি্ঁজা্ঁর্ঁ༆ চিটিংবাজ পাগল ༆বর༆তা্ঁহ্ঁ ༆

༺༻༒༺সবাইকে স্বাগতম আমার নতুন ভি আই পি ফেসবুক একাউন্টে।༻༒༺༻

আসসালামুআলাইকুম! ༺༻༒༺সবাইকে স্বাগতম আমার নতুন ভি আই পি ফেসবুক একাউন্টে।༻༒༺༻

༺༻༒༺সবাইকে স্বাগতম আমার অনন জগতের নতুন ভি আই পি ফেসবুক একাউন্টে।༻༒༺༻

༆কারো এটিটিওড দেখাইবা না༆ আমার সাথে কারণ ༆আমি আমার༆ মতো।

༆༆আমার প্রোফাইলে আসার আগে নিজের এটিটিউড বাইরে রেখে আসুন༆༆

༆এটা ভদ্র ছেলের আইডি! তাই প্রোফাইলে আসার আগে এটিটিউড আর জুতো বাইরে খুলে আসবে༆

༆তুমি আমাকে এ ফর এটিটিউড দেখাবা! আমি তোমাকে বি ফর ব্লক লিস্ট দেখাবো.!༆

༆কারো এটিটিউড দেখার টাইম নেই নিজের মত নিজে চলি.!༆

༆পরিবারের ছোট ছেলে আমি এটিটিউড তো আমার থাকবে না তো কার থাকবে.!༆

༆নিজের বাপের টাকা খাই! তাই কারো এটিটিউট দেখার টাইম নাই.!༆

࿐༆-“°লাশের খাট টা আমার অপেক্ষায়!
࿐༆-“°আমি ব্যস্ত দুনিয়ার রং তামাশায়
シ︎
-༅༎-বুঝলে প্রিয়༅༎
⊱||ভালো বাসার প্রতি এখন আমার আকাশ সমাণ ঘৃণা ||༊
__༅


—Oii মেয়ে_ღ༉۵
অনুমতি দিলে তোমাকে পটানোর চেষ্টা করবো,,


– মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না.!
– কারন তারা নিজেরাই এক একটা
– ‘উপন্যাসের বাস্তব চরিত্র”.!

এই শহরে আবেগ দ্বারা উপন্যাস লিখা হয়..☺️☺️
ভালোবাসা না….!

ლ༺♡༻༒–..হাজার দুর্বলতা….
আর ক্লান্তি মুছে দিতে পারে যে হাসি,
তাকে শুধু আজ নয়, আজীবন ভালবাসি! ༒༺♡

-সাধারণ হতে পারি তবে সস্তা নয়_❤

-অসুন্দর হতে পারি, অহংকারি নয়_

°মূল্য দিতে শিখুন তার অনুভূতি গুলো,যে অনেক বেশি ভালোবাসে আপনাকে!- /
/_✨

__ღ༉۵
সৌন্দর্য শরীরে নয় প্রতিটি মানুষের চরিএে থাকা উচিৎ__
__ღ༉۵
︵♡︎
অসংখ্য মানুষের কাছে প্রিয় হবার থেকে
নির্দিষ্ট একটা মানুষের প্রিয় হওয়া অনেক শ্রেয়..!
︵♡︎☺️


__ღ༎ɪ ᴡɪsʜ
লাইফে এমন একজন থাকুক, যে কখনো আমার উপর বিরক্ত হবে না༎



→ দুরত্ব মানুষ কে আলাদা করে না ツ
→ কিন্তু অবহেলা মানুষ কে আলাদা করে ツ


─༅༎•༅༎•─
এই শহরে ভালোবাসা যাবে কিন্তু, তাকে পাওয়ার স্বপ্ন দেখা যাবে না-!
─༅༎•༅༎•─

__’༉༎
─༅༎ -প্রসঙ্গ’༉༎ যখন’༉༎ মানসিক ‘༉༎শান্তির’༉༎”তখন’༉༎ পাঁচ’༉༎ ওয়াক্ত’༉༎
‘༉༎নামাজ’ই’༉༎ সেরা……!!シ
─༅༎ -আলহামদুলিল্লাহ
__’༉༎



___শূণ্যতা ঠিকই একদিন পূর্ণতা পাবে༎
শুধু থেকে যাবে পুরোনো স্মৃতি গুলো︵@

:!”একতরফা ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি,!”)️-!!’
༄༊༉আসল সৌন্দর্য তোমার আচরণ..তোমার চেহারা নয়
°..

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎︵❝།།,
!!!!★”””” ,༊”__
_—-!!!¡অনুভূতি গুলো আজ বড্ড ক্লান্ত..!
︵❝།།
-দুনিয়াতে_তুমি_যাকে_ভালোবাসবে!
-হাশরের_ময়দানে_তুমি_তার_সাথেই_থাকবে ‍❤️‍
– হযরত মুহাম্মদ ( সাঃ)

____༅༎প্রিয়༅༎

-༅༎﹏পূর্ণতা পাওয়ার ইচ্ছা থাকলে!!সব রকম.!!
পরিস্থিতিতে!!ভালোবাসা টিকিয়ে!!রাখা সম্ভব!!
﹏ღ﹏____༅༎

ツ●───༊᭄࿐❥
অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে.!
নিজেকে বদলে নেওয়াই অনেক ভাল.!
ツ●───༊᭄࿐❥

༎彡❤️‍
❥━༊༎আবেগ যদি শেখায় অভিযোগ করতে,
তাহলে অভিজ্ঞতা শেখায় চুপ থাকতে༎彡♡︎☺


༉༎༉༉༎༉♡
<-এই পৃথিবীতে আপন বলতে শুধু মাত্র নিজের ছায়া আর বাকি সব তো অভিনয় আর মায়া.!

:༅༎

মানুষ! হচ্ছে!বৃষ্টির!মতো!Life a ! অনেক মানুষ !আসবে!অনেক মানুষ !যাবে!

সঠিক!মানুষটা!ঠিকই!ছায়া!হয়ে!পাশে!থাকবে -/︵

┏╮/╱
•••⊰❂⊱
╱/ ╰┛
༺ আমার প্রিঁয়ঁ࿐ভাঁলোঁবাঁসাঁরঁシমাঁনুঁষঁ ࿐টা্ঁহ্ঁ ༺তুই কলিজা༆
﹏ღ﹏____༅༎
✧✧✧
┊┊┊┊┊┊┊⇣❥
┊┊┊┊┊┊⇣❥
┊┊┊┊┊⇣❥
┊┊┊┊⇣❥
┊┊┊⇣❥
┊┊⇣❥
┊⇣❥
⇣❥
-“!!☺️ ______”!! __
!!
____” ” ”-!!


-

___✨;””)__ !’️-!!<”

°ヅ༊ ..

′⌒”!!✰დ

─༅༎•༅༎•─

__’༉༎

__ღ༉۵

༎彡❤️‍

____༅༎প্রিয়༅༎

﹏ღ﹏____༅༎

__༅

-!!-

❥»̶̶͓͓͓̽̽̽⑅⃝✺❥᭄❥

______

___ღ✿❃.•°࿐

༊᭄●══ ❥

❥┼─༊

❥︎─༊

__ღ༉۵

️༆᭄̲̲̲̞̎̎͢༊═══༆̲̲̲̞̎̎͢

‍♂️⋆⃝‍♀️

︵♡︎

❥──༄࿐

┏╮/╱



╱/ ╰┛

┏╮/╱

•••⊰❂⊱

╱/ ╰┛

❥❥━──➸➽❂❥❥━──➸➽

✧✧✧

┊┊┊┊┊┊┊⇣❥

┊┊┊┊┊┊⇣❥

┊┊┊┊┊⇣❥

┊┊┊┊⇣❥

┊┊┊⇣❥

┊┊⇣❥

┊⇣❥

⇣❥

꧁ ꧂ ༻ ༺ ࿐ ༒ ☬ ⎝⎝ ༆ シ ⫷ ⫸ ៚⚔ ༊᭄ ღ ༎ ༊


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url