220+ Best Attitude Caption In Bengali 2023 Status
প্রিয় পাঠক,
Best Attitude Caption In Bengali, ছেলেদের attitude ফেসবুক পোস্ট, বাংলা attitude স্ট্যাটাস boy, বেস্ট ক্যাপশন বাংলা attitude girl,
#১. “আমি কতদিন বেঁচে থাকবো তাতে আমার কিছু যায় আসে না। যতদিন পারব বাঁচবো কিন্তু আমি আমার আত্মসম্মান নিয়ে বাঁচব।”
#২. “সমস্ত পরিচিতি খালি বাপ-ঠাকুরদার নামের হলেই হয় না। কিছু তো নিজের নামের ও থাকা উচিত।”
#৩. “নিজের কথা শুনি তাই এখনো দাঁড়িয়ে আছি। অন্য কারুর শুনলে তো কখনই ভেঙে পড়তাম।”
#৪. “মানছি যে আমার মধ্যে রাজার মতো কিছুই নেই, কিন্তু জেনে রাখবে যে, কোনো রাজার আমার মতো হওয়ার ক্ষমতা নেই 😎”
BANGLA-ATTITUDE-STATUS
#৫. “আমি বদলায়নি। এখন শুধু চুপ থাকতে ভালোবাসি!”
#৬. “আমায় ক্ষমা করে দিয়ো কারণ আমি আর তোমায় ক্ষমা করতে পারবো না।”
#৭. “আমি তোমায় ব্লক করবো না কিন্তু আমি তোমায় এইটা অবশ্যই দেখাবো যে তুমি কাকে হারিয়েছো।”
#৮. “ভয় অস্ত্র থেকে নয় মস্তিষ্ক থেকে বৃদ্ধি পায়, আর মস্তিষ্ক আমার ছোটবেলা থেকেই খারাপ 😁”
#৯. “আমি খারাপ তাই তো আমি বেঁচে আছি। ভালো হলে এই দুনিয়া আমায় বাঁচতে দিতো না।”
#১০. “নাম তো সেরাম হওয়া উচিত যে শত্রুও যেন বলে, হ্যাঁ, ওকে কে না জানে?”
#১১. “আমি টাকার হিসাব রাখি না কিন্তু পাল্টানো মুখের হিসাব অবশ্যই রাখি 😉”
#১২. “জীবন এ যা পেয়েছি তাই মাথা পেতে নিয়েছি কিন্তু কারুর সামনে মাথা পেতে কাজ করি নি।”
#১৩. “আমি আমার Attitude পরে দেখাবো। আগে শহর তুই কিনে দেখা, ওতে রাজ করে আমি দেখাবো। 😎”
#১৪. “সাহস থেকে হারবে কিন্তু সাহস নয় কারণ চক্রভিউ আমাদের নিজেদের লোকেরাই গঠন করে।”
#১৫. “যদি তোমার ভালো লাগে, তোমার হৃদয়ে, অন্যথায় মনেও নয়।”
আরও পড়ুন: ভালোবাসা নিয়ে উক্তি
#১৬. “যে মন থেকে ভেঙে পরে তাকে কেবল বন্ধুরাই বাঁচাতে পারে। আত্মীয়রা কেবল ব্যাবহার বাঁচাতে চায়!”
আরও পড়ুন: FB Caption, Status In Bengali
#১৭. “কিছু না করার থাকলে খালি মজা 🙌 করো। পঞ্চায়েত তো গোটা গ্রামই করে। 😀 “
bangla-attitude-status
#১৮. “পিঠের পিছনে আঘাত তারাই করে যাদের সমান হওয়ার ক্ষমতা নেই।”
#১৯. “জীবনের আসল মজা আসে যখন শত্রুও আপনার সাথে হাত মেলাতে মরিয়া যায়। ✌”
#২০. “সেই গন্তব্যগুলো ভাঙতে হবে, যারা তাদের উচ্চতায় গর্বিত .. !!”
#২১. “আমার Attitudeই আমার লক্ষণ, তাতে তোমার কি কোনো সমস্যা আছে!”
#২২. “চোখে চোখ রাখার ক্ষমতা নেই 😒 আর কথা বলছো আমার নাম মিটিয়ে দেওয়ার…!!”
bangla-attitude-status
#২৩. “কিছু লোকেরা কেবল সামনে থেকে জ্বলে না, তারা আমার Attitude থেকেও জ্বলে ওঠে!”
#২৪. “ওটা তে কেবল সময় যা পাল্টে যাবে। আজ তোমার কাল আমার হয়ে যাবে।”
আরও পড়ুন: ইমোশনাল স্ট্যাটাস
#২৫. “আমি কথা শেষ করি না সোজা গল্প শেষ করি 😎”
#২৬. “সঠিক সময় আমার শক্তি সবাইকে দেখিয়ে দেব, কয়েকটা পুকুর নিজেকে সাগর ভাবতে শিখেছে…!”
#২৭. “সুখ আপনার Attitude এর ওপর নির্ভর করে, আপনার কাছে কি আছে তার ওপর নয়।”
আরও পড়ুন: সুখ নিয়ে উক্তি
#২৮. “আমি গুরুত্ব দি না পৃথিবী কি বলে, আমি ভালো এটা আমার মা বলে!”
ATTITUDE CAPTION BANGLA FOR YOU:
#২৯. “সাফল্যের জন্য, এটিটিউড দক্ষতার মতোই গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: যোগ্যতা নিয়ে উক্তি
#৩০. “আমাকে বিচার করার আগে নিশ্চিত করো যে তুমি নিখুঁত কি না।”
#৩১. “আমি যেমন আছি তেমন ভাবেই নিয়ে নাও বা আমি যেভাবে যাচ্ছি আমাকে দেখতে থাকো 🤔😑।”
#৩২. “আমি যখন তোমাকে উপেক্ষা করি তখন দয়া করে আমাকে বাধা দেবে না।”
#৩৩. “আমি যা বলি তার জন্য আমি দায়ী নয় 😌, এবং সেটিকে তুমি যা বোঝো তার জন্যেও নয়…”
#৩৪. “Gravity বাদ দিয়ে, জীবনের কিছুই আমাকে হতাশ করতে পারে না 👍।”
#৩৫. “যখন আপনি একজন বোকা ব্যক্তির সাথে কথোপকথন করেন তখন নীরবতা হল সর্বোত্তম প্রতিক্রিয়া।”
#৩৬. “যদি আমার সফল হওয়ার দৃঢ় সংকল্প যথেষ্ট দৃঢ় হয় তাহলে ব্যর্থতা কখনোই আমার সামনে পেরে উঠতে পারবে না।”
#৩৭. “আমার হাতের লেখা ✍️ খারাপ নয়, ইটা একটি নতুন Style ✌️।”
#৩৮. “তুমি যদি মনে করো আমি খারাপ তাহলে তুমি ভুল; বরং আমি সবচেয়ে খারাপ 😎।”
#৩৯. “সবকিছুতে দুর্দান্ত দেখতে আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিন।”
#৪০. “নেতিবাচক মনোভাব থেকে কোন ইতিবাচক ফলাফল আসতে পারে না। সর্বদা ইতিবাচক চিন্তা করুন এবং সর্বদা ইতিবাচকভাবে জীবনযাপন করুন।”
#৪১. “ইতিবাচক প্রত্যাশা একটি উচ্চতর ব্যক্তিত্বের চিহ্ন।”
#৪২. “বিজয়ীরা 💪 জয়ের দিকে মনোনিবেশ করে, পরাজিতরা বিজয়ীদের দিকে মনোনিবেশ করে।”
#৪৩. “আমি তাদের, আমার পিছনে কথা বলতে শুনছি, যাই হোক অন্তত একটি কারণ খুঁজে পেলাম যে তারা কেন আমার পিছনে এখনো আমার পিছনে রয়েছে।”
আরও পড়ুন: সেরা বাংলা শর্ট ক্যাপশন
#৪৪. “যে তোমাকে এড়াতে চায় তার পিছনে দৌড়াবে না..!”
BEST STATUS BANGLA IN ATTITUDE
আপনি আমাকে বিচার করার আগে,
নিশ্চিত করুন যে আপনি নিখুঁত।
কারো কাছে ভালো কারও কাছে
খারাপ, যার মানসিকর্তা যেমন
তার কাছে আমি তেমন!
আমি Perfect না হতে পারি
তবে সস্তা নই।
আমি যা বলি তার জন্য আমি দায়ী,
আপনি যা বোঝেন তার জন্য নয়।
কাউকে অনুসরণ করার চেয়ে
একা হাঁটা ভালো !!
attitude captions bangla 1
আমি কখনই হারি না।
হয় আমি জিতব না হয় শিখব।
বিনা কারনে চলে গেলে
অজুহাত দিয়ে ফিরে এসো না।
আমার দয়া আমার
দুর্বলতার লক্ষণ নয়।
আহত সিংহের নিঃশ্বাস
তার গর্জনের চেয়েও
বেশি বিপজ্জনক।
আমার শহরে প্রচুর রোদ
আছে,তাই কিছু লোক আমার
রোদ দেখে হিংসা করে।
স্ট্যাটাস দেখে যদি বন্ধুত্ব করতাম
তাহলে তুমি আমার আশেপাশেও
থাকতে না।
কিছু মানুষ হয় চপ্পলের মত,
তারা সাপোর্ট দেয় কিন্তু
পেছন থেকে কাদা ছুঁড়তে থাকে।
শুধু সময় বদলাবে,
আজ তোমার, কাল আমার হবে।
প্রেম, অনুগ্রহ, ঘৃণা, শত্রুতা
যা খুশি করো আমার সাথে,
আমি শপথ করছি
তুমি যেটাই করো দ্বিগুণ পাবে।
সিংহের মতো আতঙ্ক সৃষ্টি কর,
নইলে কুকুরও জানে বৃথা ভয়
দেখাতে।
আমি কথা শেষ করি না,
গল্প শেষ করি।
attitude captions bangla 2
সঠিককে সঠিক আর ভুলকে ভুল
বলার সাহস আছে।
তাই আজকাল সম্পর্ক কম রাখি।
সময়ে ঠিক বুঝিয়ে দেবে সীমা,
কিছু পুকুর নিজেদেরকে
মনে করছে সাগর।
যে আমাকে বুঝতে পারেনি,
তার অধিকার আছে
আমাকে খারাপ ভাবার।
কাঁচের টুকরোগুলোও সূর্যের
আলোতে জ্বলে,
কিন্তু অন্ধকারে হীরাকে
চিহ্নিত করা যায়।
আমি ভালো থাকলে ভালো
থাকতে দাও,
খারাপ হলে সইবার ক্ষমতা
তোমার নেই।
BEST ATTITUDE CAPTIONS FOR FB DP
attitude captions bangla 4
আমাদের নাম এত দুর্বল নয়
যে দু-চার শত্রুর কণ্ঠে
বদনাম হয়ে যাবে।
তারা আমাকে জীবন যাপনের
উপায় বলছে,
যাদের মর্যাদা আমার
অ্যাটিটিউডের সমান নয়।
নিজেকে যতটা পেরেছি বদলে
ফেলেছি,এখন যার অভিযোগ আছে
তার পথ বদলানো উচিত।
তুমি আমার ব্যক্তিত্ব পরীক্ষা করতে
পারবে না, আমিশুধু তাদের জন্য
যারা আমার মূল্য জানে।
আমি নীরব, বাকরুদ্ধ নই,
আমি শিকারী, কারো শিকার নই।
attitude captions bangla 5
আমি ভুলে গেছি সেই মানুষদের
যাদের আমি ভুল করে
বেছে নিয়েছিলাম।
একা দাঁড়ানোর সাহস রাখুন,
পৃথিবী জ্ঞান দেয়, সঙ্গ দেয় না।
পৃথিবী আমার সম্পর্কে কি ভাববে
তা আমি কখনোই ভাবি না।
পুরুষের জন্ম হয় সফল
হওয়ার জন্য,
ব্যর্থ হওয়ার জন্য নয়।
আমার পথে যা আসে,
হাসিমুখে তা গ্রহণ করি।
আমার নিজেকে ব্যাখ্যা করার
দরকার নেই কারণ আমি জানি
আমি সঠিক।
আমি সাফল্যের জন্য সর্বদা
ক্ষুধার্ত।
আমি সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারি
কারণ আমার উপার সাহস আছে।
আমার সাফল্য আমার শত্রুদের
প্রতি আমার প্রতিশোধ।
আমি নিজেকে অন্যের সাথে
তুলনা করি না। আমি জানি আমি
আমার নিজের উপায়ে সেরা।
আপনি আমার চিন্তার মাত্রা
বুঝতে না পারলে আমি দুঃখিত।
সাহসী হও। ঝুঁকি নাও. অভিজ্ঞতার
বিকল্প কিছুই হতে পারে না।
অপেক্ষা করো না।
সময় কখনই সঠিক হবে না।
দৃষ্টিভঙ্গির দুর্বলতা চরিত্রের
দুর্বলতায় পরিণত হয়।
মুগ্ধ করার জন্য নয়,
প্রকাশ করার জন্য জন্ম।
বাস্তব হওয়া নিখুঁত হওয়ার চেয়ে
বেশি গুরুত্বপূর্ণ।
বাস্তববাদী মানুষের
অনেক বন্ধু নেই।
আমি নিজের জন্য
নিজেকে পরিবর্তন করেছি।
FB PROFILE PICTURE ATTITUDE CAPTION
Attitude Caption In Bengali 2023
ভিড়ে দাঁড়ানো সহজ।
একা থাকতে সাহস লাগে।
পিছনে ফিরে তাকাবেন না
আপনি সেই পথে যাচ্ছেন না।
আমি নিখুঁত নাও হতে পারি
কিন্তু আমি সবসময় আমি
আমি ভিন্ন জিনিস করি না.
আমি ভিন্নভাবে কাজ করি!
আমি সুন্দর কারণ
আল্লাহ কোন ভুল করেন না।
ইতিবাচক মনোভাবই
স্বপ্নকে সত্যি করতে পারে।
আপনার মনোভাব,
আপনার যোগ্যতা নয়,
আপনার উচ্চতা নির্ধারণ করবে।
মনোভাব দুর্বলতা হলে
চরিত্র দুর্বলতা হয়ে যায়।
সাফল্যের জন্য, দক্ষতার মতো
মনোভাবও সমান গুরুত্বপূর্ণ।
একটি ইতিবাচক মনোভাব সত্যিই
স্বপ্নকে সত্য করে তুলতে পারে।
অন্যদের সাথে নিজেকে বিচার
করবেন না,
কারণ আপনি তাদের থেকে আলাদা।
আপনার মনোভাব একটি
মূল্য ট্যাগের মত, এটি দেখায় আপনি
কতটা মূল্যবান।
আমি তোমার খেলনা নই।
আমি প্রকাশ করার জন্য জন্মেছি,
প্রভাবিত করার জন্য নয়।
attitude captions bangla boy
নীরব থাকুন এবং আপনার
সাফল্যকে চিৎকার করতে দিন।
জীবনে পরিবর্তন গ্রহণ করাই
বুদ্ধিমানের কাজ।
সময় মূল্যবান,
এটি বুদ্ধিমানের সাথে নষ্ট করুন।
আমাকে ঘৃণা করবেন না,
প্রথমে আমাকে জানুন!
আপনি আমার সাথে কিভাবে
আচরণ করেন তার উপর ভিত্তি করে
আমার মনোভাব।
স্ট্যাটাসযুক্ত লোকদের
স্ট্যাটাসের দরকার নেই।
মন যা বিশ্বাস করে তা
শরীর অর্জন করে।
BANGLA ATTITUDE STATUS FOR FACEBOOK
জীবনের রঙ বদলাতে চাও, বদলাও। কিন্তু মনে রেখ জীবন বদলাতে পারবে না।
আমি তোমার প্রিয় Hello হতে চাই ওও হো দুর্ভাগ্য বসত আমি তোমার কঠিনতম Good Bye
নীরবতা কথা বলে যখন শব্দ নিজের থেকে চুপ হয়ে যায়
আবেগগুলো অসম্পূর্ণই থাক
কারণ আমি মধ্যবিত্ত ।
সারাদিন সবাই ভালো থাকার অভিনয় করে যায়
মাঝরাতে সবাই অভিনয়ের কাছে হেরে যায় ।
Bengali Caption For WhatsApp
হাজারো ভালোবাসার মাঝে
আমার টা হয়তো একটু ফিকে,
যদি সময় হয় তাকিও আমার দিকে ।
না থাকতে চলে যাও ,
এসো না আর ফিরে ।
তোমায় নাহয় খুঁজে নেবো
মিথ্যে কল্পনার ভিড়ে ।
সারাদিন সবাই ভালো থাকার অভিনয় করে যায়
মাঝরাতে সবাই অভিনয়ের কাছে হেরে যায় ।
প্রথমত চা চাই দ্বিতীয়ত চা চাই
আর সবশেষে আমি চা চাই ।
সেই ১১ টাকার sms প্যাক এর প্রেম
গুলোই ভালো ছিলো !
BEST BANGLA ATTITUDE QUOTES
স্বপ্ন ভাঙা মন আজও স্বপ্ন দেখে ,
নতুন করে বাঁচবার ।
মন তোকে চায়
আর বাস্তবতা তোর থেকে দূরে সরায় ।
আফসোস মুচকি হাসির আড়ালে
চাপা দুঃখ গুলো কেউ কখনো দেখবে না
একদিন সব ঠিক হয়ে যাবে,
আর সেইদিনটার জন্যই বেঁচে থাকা ।
পার্থক্য একটাই সে পেরেছে ,
আমি পারিনি ভুলে যেতে ….
BEST BENGALI ATTITUDE QUOTES
কথাদে ছেড়ে যাবি না ,
বাক্যটি একসময় ভালো থেকো তে বদলে যায় ।
বদলে গেছে শুধু আমার বাইরেটা ,
ভেতরটা ঠিক আগেই মতোই আছে
যেমনটা তুমি চিনতে ।
আজ আমি সেই দিনটির মতো কাজ করতে যাচ্ছি,
যেই দিনটি আমার মনে থাকবে !!
তোমাকে কাঁদিয়ে আমি কোনো দিন হাঁসি নি,
বরং আমি কেঁদে তোমাকে হাঁসিয়েছি
দিল লেকার কিয়া কারোগে বাতাও,
তুমসে আপনি জুলফে তো সমাহালি নাহি জাতি।
BANGLA ATTITUDE CAPTION 2023
জীবনটা এক যুদ্ধক্ষেত্
চড়াই , উতরাই থাকবেই
সব কিছু পেরিয়ে গেলে
তবে তো জিত আসবেই ।
মনে রাখবেন অন্যের দিকে আঙ্গুল তুল্লে,
নিজের দিকে তিনটি আঙ্গুল ঘুরে থাকে।
আমি দেখতে সুন্দর নই কিন্তু,
একবার আমার সাথে মিশে দেখ,
আমাকে ভালোবাসতে বাদ্ধ হবি তুই।
প্রকৃত মানুষ তো সেই,
যে সুযোগ পেলেই নারীর শরীর ছুঁয়ে দেখার চেয়ে,
নারীর সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসে।
যখন জীবন শক্ত হয়ে যাই, মনে রাখবেন
আপনিই সবচেয়ে শক্তিশালী শুক্রানু ছিলেন
হাম খারাব লোগোমে এক খুবই হে,
কে হাম মুসিবাত মে কাম আতে হে।
COOL ATTITUDE QUOTES IN BANGLA
শ্রেষ্ঠত্ব কোনো দক্ষতা নোই,
এটা একটা মনোভাব।
ওয়াক্ত হি তো হে, বাদাল জায়েগা,
আজ তুম্হারা হে, কাল মেরা হোগা।
যো হামে সামাজ হি নাহি সাকা,
উসে হাক্ক হে হামে বুরা সমাজনে কা।
এখনকার বেশির ভাগ Relationship,
ফেসবুক আর হোয়াটসঅ্যাপ BLOCK
এর মাধ্যমে শেষ হয়, কি যুগ এলো
বন্ধু যার নিজের ঘর কাঁচের,তার অন্যের ঘরে পাথর ছোঁড়া উচিৎ নয়।
BEST ATTITUDE STATUS IN BENGALI
বিশ্বাস গড়তে বছরের পর বছর লেগে যায় ,
আর বিশ্বাস ভাঙতে এক সেকেন্ড যথেষ্ট।
আমার চিন্তা বন্ধ করুন,
মানশিক ভাবে সুস্থ থাকুন।
মনে রাখবেন অন্যের দিকে আঙ্গুল তুল্লে,
নিজের দিকে তিনটি আঙ্গুল ঘুরে থাকে।
আমি কোন দিন হারি না,
জিতি নয়তো শিখি।
নিজেকে এত দামি বানাস না,
আমরা গরিব দামি জিনিস ছেড়ে দিই ।
আমি দেখতে সুন্দর নই কিন্তু একবার আমার সাথে মিশে দেখ আমাকে ভালোবাসতে বাদ্ধ হবি তুই
প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক।
মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করে।
“আমি ভালো নেই”
” আমার কোন Attitude নেই । আমার এমন একটি ব্যক্তিত্ব আছে যা আপনি পরিচালনা করতে পারবেন না।
আমি আপনার মতো হওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার ব্যক্তিত্ব সেটি পছন্দ করেনি। ”
ভালোবাসার আলোয় রাত আলোকিত হয় বলেই, হয়তো সূর্য অস্ত যায়।
অন্ধকার যতই কালো হোক না কেন!!! হাল্কা একটু আলোর সংস্পর্শে আসলে…….. তা বিলিন হয়ে যায়।
Attitude পাগলি একটি আসক্তি … এবং আমি আমার বাবার ড্রাগের কারখানার একমাত্র উত্তরাধিকারী
শালা দুঃখ আমার পেছনে এমন ভাবে লেগে আছে , মনে হচ্ছে আমি যেন ওর প্রথম ভালােবাসা ।
ভাই আমাকে নিয়ে বিচার করার আগে নিজেকে আয়নায় একবার অন্তত দেখ দেখবি নিজেকে নিয়ে বিচার করতে ইচ্ছা করবে
BEST BANGLA STATUS FOR FACEBOOK
একসময় কষ্ট কে খুব ভয় পেতাম
এখন ভালোবাসা কে ভালোবাসা ভয় পায় ।
মানুষের মন নগ্ন হয়েছে , কাপড়ের আর কি দোষ ?
নিজের পছন্দমতো চলতে বড্ড ভালবাসি। কারণ, Life টা আমার নিজের।
ল্যাদ খাওয়া হলো ,সব খারাপ অভ্যাসদের ” মা ! ” আর
বড়রা শিখিয়েছে মায়েদের সম্মান করতে তাই আমি সম্মান করি
তুই যদি আমাকে ভদ্র ভেবে থাকিস তাহলে একটাই কথা
বলবো দেখে এসে pogo মারাশ কেন ওগো
নীরবতা কথা বলে যখন শব্দ নিজের থেকে চুপ হয়ে যায়
তুই ভালোবাসিস আর নাই বাসিস আমি তো আমার মতো
relax আছি আর সারা জীবন থাকবো
প্রকৃত ভালোবাসার অর্থ হলো যতক্ষন তা কষ্ট না দেয় ততক্ষন ভালোবাসা দেওয়া।
লোভ আর হিংসা একে অপরের নিকট আত্মীয়।
প্রকৃত ভালোবাসার অর্থ হলো যতক্ষন তা কষ্ট না দেয় ততক্ষন ভালোবাসা দেওয়া।
ATTITUDE QUOTES, LINES IN BENGALI FOR WHATSAPP STATUS
সর্বক্ষেত্রে তোমার বন্ধুটি নির্ভুল ব্যাক্তি না ও হতে পারে তাই প্রত্যেকে যদি নিজের বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করে ;সেটাই হবে প্রকৃত বন্ধুত্ব।
যে মায়া ত্যাগ করতে জানে তার কষ্ট কম, কারণ মায়া জিনিসটি নেশার থেকেও খারাপ।
জাতির শ্রেষ্ঠতম মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যায়।
সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের মনে, চেহারায় নয়।
জাতির শ্রেষ্ঠতম মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যায়।
তুমি আমাকে পছন্দ করোনি
তাতে আমার কিছু এসে যায় না..
সবার পছন্দ তো আর ভালো হয় না।
Attitude Bengali Status
আমার পেছনে কেউ কথা বললে আমি খুব মজা পাই
কারণ তাদের আমার সামনে কথা বলার সাহস নেই!!
Attitude Bengali Status
শুনুন কাকিমা আমার ড্রেস দেখে আমায় বিচার করবেন না..
আপনার শাড়ী পরা বৌমাটি তো আপনার সাথেই থাকে না
Attitude Bengali Status
আমি তোমাকে খুব ভালোবাসি,
তোমাকে খুব করে চাই ..
তার মানে এই নয় যে তোমার হাতে পায়ে ধরে আমার সাথে রাখবো..
ভালোবেসে থাকতে হলে থাকো
নয়তো নিজের রাস্তা দেখো !!
Attitude Bengali Status
আমি জানি আমি ঠিক কি,
সেটা তোমার বুঝিয়ে দেওয়ার দরকার নেই
Attitude Bengali Status
আমি অন্য কারোর মতো হতেই চাই না
কারণ আমি আমার মতো
আর এতেই আমি খুশি
লোকে কি বলবে যখন থেকে এটা ভাবা ছেড়ে দিয়েছি
ঠিক তখন থেকেই আমি খুব ভালো আছি
আমি মুখের ওপর সত্যি কথা বলতে ভালবাসি
তাতে কেউ আমায় অভদ্র ভাবলে আমার কিচ্ছু যায় আসে না
আমার বিচার করার আগে তুমি নিজে পারফেক্ট কি না দেখে নিও
Attitude Bengali Status
যখন আমার বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন হয়,
তখন আমি নিজের সাথে কথা বলি
আমি কখনো নিজেকে প্রমান করার চেষ্টাই করিনা…
কারণ আমি জানি আমি কি বা কেমন !!
Attitude Bengali Status
যারা আমার সমকক্ষ হতে পারে না তারাই আমার নিন্দা করে
Attitude Bengali Status
মানুষ নতুন কিছু পেয়ে গেলে ,
হঠাৎ করে রং বদলে ফেলে।
Attitude Bengali Status
দেখতে খারাপ হতে পারি কিন্তু বিশ্বাস করো অহংকারী নই।
কারোর সাথে কখনো বিস্বাসঘাতকতা করতে পারিনা।
Attitude Bengali Status
মানুষ দোষ করলে ক্ষমা করা যায়
কিন্তু বিশ্বাসঘাতক কে বিশ্বাস করা যায় না ।
Attitude Bengali Status
যদি তুমি ভাব যে আমি খারাপ
তাহলে তুমি ভুল ভাবো।
কারণ আমি শুধু খারাপ না,
আমি অনেক বেশি খারাপ।
Attitude Bengali Status
আমি কথা বুঝেই বলি।
এখন তুমি কি বোঝো তার দায়িত্ব তো আর আমার না ।
Attitude Bengali Status
আমার Attitude ই আমার আত্মবিশ্বাস।..তাতে তোমার কি ভাই ?
Attitude Bengali Status
মানুষের সাথে অভিনয় করা যায় কিন্তু নিজের মনের সাথে অভিনয় করা যায় না।
Attitude Bengali Status
শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না!
ঘৃণা করি বললেই ঘৃণা করা যায় না !
অনেক সময় ঘৃণা করি -এর মাঝেও
অনেক ভালোবাসা লুকিয়ে থাকে !
আবার অনেক ভালোবাসির মাঝেও
অনেক নাটক লুকিয়ে থাকে !!
শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই,
কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের অভাব চিরকালই রয়ে গেছে!!
মানুষ খারাপ সময়ে যাদের পাশে থাকে
হামেশা তাদের মুখেই সেই মানুষদের বদনাম শোনা যায় !!
আমি খারাপ সময়ে যাদের পাশে থেকেছি ..
তারাই আমার বেশি বদনাম করেছে !!
বিয়ের ক্ষেত্রে ভালো ঘর বাড়ী আছে কি না যাচাই করার আগে ,
সেই বাড়ীর মানুষ গুলো মানুষ না অমানুষ তা যাচাই করা জরুরী!!
আমার চুপ থাকাটা আমার দুর্বলতা নয় ..
আমি যখন চুপ থাকি তখন তোমাকেই মনে মনে গালিগালাজ করি !!
ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি
কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি !!
আমি কখনো মন খারাপ করে বসে থাকিনা ,
আমি মন খারাপ করে শুয়ে থাকি !!
কাউকে দিতে পারি যতক্ষণ ,ঠিক ভালো থাকি ততক্ষন !!
ভুল হবে এই ভয়ে কিছু না করাটা বিশাল ভুল !!
আমি শুধু নিজের কথাই আগে ভাবি !!
আমি জীবনে ভালো হবোনা কারণ
আমি কখনো খারাপ ছিলামই না !!
Attitude Status Bangla for Facebook
Attitude দেখানোর মতো চেহারা না হতে পারে ,
but কারো attitude দেখার মতো টাইম নেই !!
Attitude Bengali Status
না আমি নামি ,
না আমি দামি ,
আমি just আমি !!
আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না ,
আমি শুধু কথা বলা বন্ধ করে দেই !!
বাপের টাকায় খাই,
মায়ের কোলে ঘুমাই,
বাইরের মানুষ কি বললো
তা আমার দেখার টাইম নাই !!
আমি যে আমি ,এবং আমি আরো জন্য পরিবর্তন হবো না !
যে আমার ভাগ্যে নেই তাকে আমি চাইনা ,
ভিক্ষা করে বেঁচে থাকা আমার স্বভাবে নেই !!
ভয়ে চুপ করে বসে নেই,
সব কিছু করে শান্ত হয়ে বসে আছি !!
Bengali Attitude Caption
যে আমাকে বোঝার চেষ্টা করে,সেই আমার প্রেমে পড়ে !!
আমার সোজা হিসাব ,যে আমাকে সম্মান দেয়..আমি তাকে সম্মান দিই !!
Attitude Bengali Status
যদি আমাকে কারোর ভালো না লাগে I DONT CARE ,
সবার পছন্দ তো আর ভালো হয় না !!
আমার সময় এই ভাবেই আসবে ,
এখন যে ঘৃণা করে ..
সেও পরে আমাকেই চাইবে !!
Attitude Bengali Status
আমি Perfect নই ,
আমি just 18+…
যে ব্যাপারটা totally awesome !!
Attitude Bengali Status
আমার চিন্তা বন্ধ কর..আর মানসিক ভাবে শান্তিতে থাক !!
Perfect না হতে পারি তবে সস্তা নই !!
যে আমাকে বোঝে না ,আমি তাকে মনের ভুলেও খুঁজিনা !!
আমার সাথে ত্যাড়ামি করে লাভ নেই ..
আমি ট্রেনিং প্রাপ্ত উন্নত জাতের ঘাড়ত্যাড়া !!
Bengali Attitude Quotes
দিন আমারও আসবে ,শুধু সময়ের অপেক্ষা !!
আমার কোনো অহংকার নেই, শুধু আছে ভাব !!
দুনিয়া থাকে দুনিয়াতে ,আমি থাকি আমাতে !!
আমি হয়তো দুষ্টু কিন্তু খারাপ না !!
আমাকে বুঝতে গেলে আটকেও বুদ্ধিজীবি হতে হবে !!
আমার কোনো পোস্ট দেখে যদি আপনার ফাটে ,
তাহলে বুঝবেন ওটা আপনার জন্যই ছিলো !!
Attitude Bengali Status
জন্ম নিয়েছি কারো মনের মতো হওয়ার জন্য নয়,
বরং নিজের মতো করে বাঁচার জন্য !!
Camera দিয়ে মানুষের ছবিটা তোলা যায় ..But চরিত্রটা নয় !!
একমাত্র গল্পকারই জানে ,সব চরিত্র কাল্পনিক হয় না ,সব গল্প গল্প হয় না !!
আমার রাজ্য তে আমিই রাজা..
তো tum কৌন ho bhai ??
আমি নিজেকে OTP বানিয়ে নিয়েছি ,
আমাকে কেউ দ্বিতীয় বার ব্যবহার করতে পারবে না !!
কারো choice হতে পারি কিন্তু কারো option নই !!
কারো attitude দেখার টাইম নাই ..তাকলে Hi ,না থাকলে good bye !!
এমন একটা দিন আসবে ,আমাকে অবহেলা করা মানুষ গুলো আফসোস করবে !!
যে আমাকে এড়িয়ে চলে ,আমি তার ছায়ার উপর দিয়েও চলি না !!
আমি just আমি ,আমার সঙ্গে কারোর তুলনা করতে এস না !!
আমার DP দেখে লুচির মতো ফুলবি
নাকি মোমের মতো গলবি
জানিনা
তবে ,আমি sure
আফসোস একবার হলেও করবি !!
মাঝে মাঝে নিজের উপর হিংসা হয়..একটা মানুষ এত Cute কিভাবে হয় !!
Attitude Bengali Status
সামনে তলী আর পিছনে গালি দেওয়ার অভ্যাস আমার নেই ,
আমি যা বলার সামনে সামনি বলে দিই !!
আমি জানি আমি দুর্দান্ত ,
তাই আমি আপনার মতামত সম্পর্কে কোনো চিন্তা করি না !!
Attitude Bengali Status
সবসময় attitude রাখো like a sun ,যখন তুমি ঘুরে দাঁড়াবে They will brun !!
Attitude Bengali Status
আমায় ক্ষমা করে দিও কারণ আমি আর তোমায় ক্ষমা করতে পারবো না !!
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url