200+ Best Motivational Quotes In Bengali For FB জীবনে এগিয়ে যাওয়ার উক্তি

  প্রিয় পাঠক,



200+ Best Motivational Quotes In Bengali For FB জীবনে এগিয়ে যাওয়ার উক্তি

1.“আগের অধ্যায় বার বার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই”

2.“ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছ”

3.“যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে – ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না”

4.“আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

5.“গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে”

6.“এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেয়া মানে সৃষ্টিকর্তার দেয়া উপহারের প্রতি অবিচার করা”

7.“তুমি চাইলেও পেছনে যেতে পারবে না, তবে সামনে না এগিয়ে থেমে আছ কেন?”

8.“বিশ্বাস মানে হল সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া, সময়ে সবকিছুই পরিস্কার দেখা যাবে”

9.“ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, অতীতের সবকিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো”

11.“জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো, তারপর তার দিকে এগিয়ে যাও”

12.“তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছ, যখন দেখবে পেছন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলেছ”

13.“সামনে এগুনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে”

14.“অতীতের ভুল নিয়ে আফসোস করো না। সামনের কাজগুলো নির্ভুল ভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও”

15.“শুধু সামনে এগিয়ে যাও। কে কি বলছে – তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে, করতে থাকো”

16.“যদি উড়তে না পার, তবে দৌড়াও; যদি দৌড়াতে না পার, তবে হাঁটো; হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না”
“মানুষ সব সময়েই ছাত্র, মাস্টার বলে কিছু নেই। এটা যে বুঝবে – সে সব সময়ে সামনে এগিয়ে যাবে”

17.“যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায়, তারা একদিন সবকিছুই ঠিক হতে দেখে”

18.“আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি, তবে সামনে এগিয়ে যেতে পারব না”

19.“অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে”

Bangla Inspirational Caption

০১. “ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন”
– সংগৃহীত

০২. “বিশ্বাসের কারণেই আমরা এক পায়ের পর আরেক পা সামনে বাড়াই”
– লেয়ানা ভেনজান্ট, মোটিভেটর ও লেখিকা

০৩. “যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে পারে”
– মহাজাতক

০৪. “বুদ্ধিমান মানুষ বুঝতে পারে কাকে সে বিশ্বাস করবে, এবং বন্ধু বানাবে”
– জেন ম্যাকালিস্টার, আমেরিকান লেখিকা
বিশ্বাস নিয়ে উক্তি

০৫. “সত্যিকার বিশ্বাস সব সময়ে ধীরে ধীরে গড়ে ওঠে। এর ফলাফল যদিও জাদুর মত, কিন্তু একে সময় নিয়ে গড়ে তুলতে হয়”
– ম্যাক রিচার্ড, বেস্ট সেলিং লেখক

০৬. “বিশ্বাস অর্জন করার জন্য তোমাকেও বিশ্বস্ত হতে হবে। এটা ছাড়া আর কোনও পথ নেই”
– এলিন পেরি, সফল উদ্যোক্তা

০৭. “আমরা একটা অনিশ্চিত জগতে বাস করি। তুমি এমনি এমনি বলে দিতে পারবে না যে, একজনকে তুমি বিশ্বাস করতে পারো। তাকে এটা অর্জন করতে হবে”
– সি.জে ক্রুজ, সেলফ ডেভেলপমেন্ট লেখক

০৮. “নিজেকে বিশ্বাস করো। ভয় হলেও নতুন কিছু চেষ্টা করার সময়ে পিছিয়ে যেও না।“
– হেলেনা এ্যাঞ্জেল, লেখিকা

উক্তি ও বাণী

০৯. “নিজের ওপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী। সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তার আছে”
– কেভিন ম্যাকোমাস, বেস্ট সেলিং লেখক ও সেলফ ডেভেলপমেন্ট কোচ

১০. “বিশ্বাসের ওপর ভিত্তি করে কোনও টিম গড়ে উঠলে তার সুফল সুদূর প্রসারী। পরস্পরের প্রতি বিশ্বাস একটি টিমের সব সদস্যকে তাদের পুরোটা দিয়ে কাজ করতে উ‌ৎসাহ দেয়”
– এরিক পাওয়ারস, টিম বিল্ডিং এক্সপার্ট

১১. “বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো, যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক”

– জোডি ফ্লেন, বেস্ট সেলিং লেখিকা

১২. “বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্ট ভাবে কথা বলো। এমন ভাবে, যেন মানুষ তা সহজেই বুঝতে পারে।“
– সংগৃহীত
বিশ্বাস সম্পর্কে উক্তি

১৩. “একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হল বিশ্বাসী হওয়া”
– জেন ফ্রেড. পি.এইচ.ডি, মনোবিজ্ঞানী

১৪. “নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে গেলে প্রথম প্রথম ভয় করবে। কিন্তু জীবনের জন্য এটা খুবই জরুরী।“
– জিম ফিলিপস, সেলফ ডেভেলপমেন্ট কোচ

১৫. “অন্য যে কোনও সময়ের চেয়ে এখন মানুষের প্রতি মানুষের বিশ্বাস রাখা জরুরী। বিশ্বাস না থাকলে একজন নেতা তার অনুসারীদের সত্যিকার মানুষ বলে ভাবতে পারবে না”
– জেন ওয়ারিলু, উদ্যোক্তা ও বিজনেস কোচ

১৬. “বিশ্বাসী মানুষ অন্যদের চেয়ে বেশি সুখী হয়। অন্যরা তাদের বেশি পছন্দ করে, এবং তারা অন্যদের চেয়ে বেশি নীতি মেনে চলে”
– জয় কাগিল, লেখক

১৭. “বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও ১০ গুণ কঠিন”
– কেভিন এ্যালেন, উদ্যোক্তা বিষয়ক লেখক

১৮. “অন্য সব মানুষের চেয়ে বেশি নিজেকে বিশ্বাস করো। তোমার কি করা উচি‌ৎ, তা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না”
– ম্যাট মরিস

১৯. “যদি মুখে বলো যে তুমি কিছু করবে, তবে অবশ্যই তা করো। কাজে হাত না দিলে আশপাশের মানুষ তোমার ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে”
– ব্রোক ব্লোহেম, সফল উদ্যোক্তা

২০. “কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে অজুহাত দেখায় – তবে সেই মানুষকে আর কখনও বিশ্বাস করো না”
– সংগৃহীত

Best Motivational Quotes

সাফল্যের রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই রকম ।
— কলিন আর ডেভিস
সাফল্যের কোনও গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল ।
— কলিন পাওয়েলমোটিভেশনাল উক্তি

হতাশাবাদী রা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন। আর আশাবাদী রা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন 
— উইনস্টন চার্চিল

সফলতা আপনাকে খুঁজে বের করবে না, আপনাকেই বের হতে হবে এবং সফলতাকে খুঁজে বের করতে হবে ।
— অজানা

সফলতাই শেষ নয়; ব্যর্থতা মানেই ক্ষতি নয়: এটি কাজ চালিয়ে যাওয়ার সাহস ।
— উইনস্টন এস চার্চিলঅনুপ্রেরণামূলক বাণী

কল্পনায় সফল হওয়ার চেয়ে বাস্তবে ব্যর্থ হওয়া ভালো ।
— হারমান মেলভিল

সাফল্য সাধারণত তাদের জন্য আসে যারা এটি পাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে ।
— হেনরি ডেভিড থোরিও


সুজোগ এম্নিতেই আসে না, এটা তৈরি করে নিতে হয় ।
— ক্রিস গ্রোসার

দুই ধরণের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে- আপনি কখনই সফল হতে পারবেন না: এক- যারা চেষ্টা করতে ভয় পায় এবং দুই- যারা আপনার সফলতা কে ভয় পায় ।
— রে গোফোর্থ

সফল মানুষ হওয়ার চেষ্টা না করে বরং মূল্যবান মানুষ হয়ে উঠুন ।
— আলবার্ট আইনস্টাইন

আপনি যদি রিস্ক নিতে অপছন্দ করেন, তাহলে আপনি স্বাভাবিক জীবন যাপন করতে শিখুন ।
— জিম রোহান

সবকিছুই অসম্ভব মনে হয, যতক্ষণ না কাজটি শেষ হয়।
— নেলসন ম্যান্ডেলা।

জীবনের ১০% হলো ঘটনা আর বাকি ৯০% ভাগ হলো আপনি জীবনের ঘটনাগুলোর প্রতি কীভাবে প্রতিক্রিয়া করেন।
— চার্লস আর. সুইনডল।

তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো, তোমার যা আছে সেটাই ব্যবহার করো আর যেটুকু পারো, সেটাই করো।
— অর্থার অ্যাশে।অনুপ্রেরণামূলক উক্তি

যখন কোন কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়, তখনও আপনি তা করেন যদিও প্রতিকূলতা আপনার পক্ষে না থাকে।
— ইলেন মাস্ক।

নতুন দিনের সাথে সাথে নতুন নতুন শক্তি এবং নতুন চিন্তাধারাো চলে আসে।
— ইলানর রুজভেল্ট।

চেষ্টা না করে বসে থাকার চেয়ে চেষ্টা করে ব্যার্থ হওয়া ভালো৷ তাই চেষ্টা চালিয়ে যাও। যদি ব্যার্থ হও, তবে আবার চেষ্টা করো। একসময় সফলতা আসবেই।
— সংগৃহীত।সফল জীবনের উক্তি

শুধুমাত্র আপনিই আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। আপনি ব্যাতীত আর কেউ একে পরিবর্তন করতে পারে না।
—ক্যারল বারনেট।

ঘড়ির দিকে তাকিয়ো না। সময় বয়ে যাক,আর তুমি তোমার মতো করে চলতে থাকো ।
— স্যাম লেভেনসন।

তোমার যদি এর স্বপ্ন দেখার সামর্থ্য থাকে , তবে তুমি তা বাস্তবায়নেরও যোগ্যতাও অবশ্যই রাখো।
— ওয়াল্ট ডিজনি।

চাঁদকে লক্ষ্য বানিয়ে নাও। যদি লক্ষ্যচ্যুত হয়, তবুও অন্তত একটি তারা পাবে।
— ডব্লিউ. ক্লেমেন্ট স্টোন।

আপনি যদি নিজের জীবন পরিকল্পনা না করেন, তাহলে আপনি অন্য কারও পরিকল্পনায় পড়বেন। এবং অনুমান করুন তারা আপনার জন্য কি পরিকল্পনা করেছে? বেশি কিছু না।
— জিম রন।

আপনি যদি সফল হতে চান, তবে আপনার অবশ্যই নতুন পথে ভ্রমণ করা উচিত। জীর্ণ, প্রমাণিত রাস্তায় ভ্রমণ করার চেয়ে এটি অনেক বেশি শ্রেয়।
— জন. ডি. রকেফেলার।

আমি বিশ্বাস করি না যে আপনাকে অন্য সকলের চেয়ে ভালো হতে হবে। আমি বিশ্বাস করি যে আপনাকে তার চেয়ে ভালো হতে হবে যারআপনি নিজের সম্পর্কে ভেবে রেখেছেন।
— কেন ভেন্তুরি।হার না মানার উক্তি

হিংস্রভাবে কার্যকর করা একটি ভাল পরিকল্পনা আগামী সপ্তাহে সম্পাদিত নিখুঁত পরিকল্পনার চেয়ে ভাল।
— জর্জ এস. প্যাট্টন।

সমস্যা পথের কোনো বাঁধা নয়। বরং এটি পথ চলার নির্দেশিকা।
— রবার্ট. এইচ. স্কুলার।

জ্ঞান যথেষ্ট নয়, আপনাকে এর প্রয়োগ করতে হবে। তেমনি ইচ্ছা যথেষ্ট নয়, আপনাকে তা কর্মে বাস্তবায়ন করতে হবে।
— জোহান উলফগ্যাং ভন গোয়েথে।

আপনার জীবনকে আজই বদলে ফেলুন। ভবিষ্যতকে নিজেকে বাজি ধরবেন না। কোনো অলসতা না করে এই মুহুর্তেই কাজ শুরু করে দিন।
— সিমন ডি বেউভোর।

সফল হওয়ার জন্য প্রথমে আপনার ভেতরে সেই বিশ্বাসটা আনতে হবে যে আপনি পারবেন।
— নিকোস কাজান্তাকিস।

মহাবিশ্বের একটি মাত্র কোণ আছে যেখানে আপনি উন্নতি সম্পর্কে নিশ্চিত হতে পারেন, এবং এটি আপনার নিজের কাছে।
— আলডোস হুক্সলে।

Bangla Inspirational Bani

নিজের লক্ষ্যকে উপরের দিকে নির্ধারণ করো এবং সেখানে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখুন।
— বো জ্যাকসন।

যদি তুমি গতকাল পড়ে গিয়ে থাকো, তবে আজ, এই মুহুর্তেই উঠে দাঁড়াও।
—এইচ. জি. ওয়েলস্।

মোটিভেশন হলো সেই শিল্প যা একজনকে তার লক্ষ্য পৌঁছে দেয়। তারা সেখানে পৌঁছাতে পারে, কারণ তারা সেখানে যেতে চেয়েছিলো।
— ডুইট ডি. আইজেনহাওয়ার।

যারা তাদের নীতির উর্ধ্বে তার সমালোচনাকে স্হান দেয়। সে খুব শীঘ্রই উভয়ই হারিয়ে ফেলে।
— ডুইট ডি. আইজেনহাওয়ার।

আমাদের জীবনের সমস্যাগুলি তখনই বাড়তে শুরু করে যখন আমরা তা সমাধান না করে হতাশা প্রকাশ করতে শুরু করি। হতাশা সমস্যাকে বাড়িয়ে তোলার সার হিসেবে কাজ করে।
— সংগৃহীত।

নিজের জীবনের সমস্যাগুলোকে বাজপাখির চোখে দেখার চেষ্টা করুন,দেখবেন সেগুলো খুবই ক্ষুদ্র ও নগণ্য।
— সংগৃহীত।

সেরা মোটিভেশনাল উক্তি :

আপনাদের সকল স্বপ্নগুলো সত্যি হবে, যদি আপনার তা বহন করার সাহস থাকে।
— ওয়াল্ট ডিজনি।

সামনে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র হলো শুরু করা।
— মার্ক তায়েন।

আমি প্রতিদিন সকালে উঠে চিন্তা করি যে আগামী ২৪ ঘন্টায় আমি আমার কোম্পানিকে কতদূর নিয়ে যেতে পারবো।
— লিয়া বুশক।

আপনি কতদূর যেতে পারবেন তা নিয়ে যদি সবসময় চারিদিক থেকে কটু কথা শুনতে পান, তবে এতো দূরে যান যেখানে ঐ কটাক্ষ বাক্যগুলো আর শোনা যায় না।
— মাইকের রুইজ।

আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেব না, আমরা কখনও কখনও রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব – বুঝতে পারবো যে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, এটি সাফল্যের অংশ।
— আরিয়ানা হাফিংটন।

যখন সুখের একটা দরজা বন্ধ হয়ে যায় তখন অবশ্যই সুখের আরো কিছু দরজা খুলে যাবে। কিন্তু আপনি যদি সর্বদা বন্ধ দরজার দিকেই তাকিয়ে থাকেন, তবে খুলে যাওয়া দরজাগুলো আপনি দেখতেই পাবেন না
— হেলেন কিলার।

যখর তুমি নাচবে, কল্পনা করবে যে তোমার সামনে কোনো দর্শক নেই। দেখবে তোমার সেরা নাচ তখনই বেরিয়ে আসবে৷ যখন গাইবে তখন মনে করবে তুমি একাই গাইছো। তোমার সামনে কেউ নেই। দেখবে পৃথিবীতে তুমি স্বর্গের সুখ পেয়ে যাবে।
— উইলিয়াম ডব্লিউ. পুরকে।

গতকালকে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না৷ কারণ তখন আমি এক ভিন্ন মানুষ ছিলাম।
— লুইস ক্যারোল।

স্মার্ট ব্যাক্তিরা সবসময়, সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে৷ সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করে। আর মুর্খদের কাছে পূর্বেই সকল প্রশ্নের উত্তর আছে।
—- সক্রেটিস।

সুখ কোনো তৈরিকৃত বস্তু নয়। এটি আপনার কর্মফল থেকে জন্ম নেয়।
— দালাই লামা।

একই ফুটন্ত জল যা আলুকে নরম করে, তাই আবার ডিমকে শক্ত করে। সেটাই প্রকাশ পাবে আপনি যা দ্বারা তৈরি। পরিবেশের ভূমিকা খুবই সূক্ষ্ম।
— সংগৃহীত।

আপনি হয় শৃঙ্খলার যন্ত্রণা অথবা অনুশোচনার যন্ত্রণা অনুভব করতে পারেন। সিদ্ধান্ত আপনার হাতে৷
— সংগৃহীত।

আপনার স্বপ্ন দুহাত বাড়িয়ে আপনার সাহসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
— ইসাবেল লাবলেস।

” অসম্ভব” শব্দটি শুধুমাত্র একটি মতবাদ।
— পাওলো কোলেনহো।

নিজের প্রতি বিশ্বাস রাখার মধ্যে একটা চমকপ্রদ শক্তি কাজ করে। এটা থাকলে আপনি আপনার স্বপ্নকে ছুঁতে পারেন। আপনি যা খুশি তাই করতে পারেন।
— জোহান উলফগ্যাং ভন গোয়েথে।

যেসব মানুষ মনে করে যে তার সামনে রাখা গ্লাসটা অর্ধেক বা পুরোপুরি খালি। তারা ভুলে যায় যে গ্লাসটি পুনরায় পূর্ণ করা সম্ভব।
— সংগৃহীত।

সাময়িক ভালোর জন্য কোনো বড় পদক্ষেপ নিয়ো না। হতে পারে সেটাই তোমার স্হায়ী কোনো ক্ষতির কারণ।
— জোহান উলফগ্যাং ভন গোয়েথে।


সুযোগ কখনো কাছে আসে না। সুযোগকে তৈরি করে নিতে হয়।
— ক্রিস গ্রোসার।

ভালো জিনিস তাদের কাছে আসে যারা অপেক্ষা করে। কিন্তু সেরাটা তারাই পায় যারা লক্ষ্য ধরে নিয়ে দৌড়াতে থাকে।
— জো কেনেডি।

আমাদের অন্ধকার মুহূর্তে অবশ্যই ফোকাস করা উচিত, যেন আমরা আলোর রেখাটা খুঁজে পাই।
— এরিস্টটল ওনাসিস।

প্রশ্ন এটা হওয়া উচিত না যে “কে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে? ” বরং প্রশ্নটা এমন হওয়া উচিত যে “কে আমায় থামিয়ে রাখবে?”
— আয়ার রান্ড।

চেষ্টা সর্বদা সুখ বয়ে আনবে না। কিন্তু চেষ্টা না করলে আপনি কখনোই সুখী হবেন না।
— বেঞ্জামিন ডিসরায়েলি।

আপনি যে স্বপ্নগুলোকে দেখেন, যা আপনার ভয়ের চেয়ে বড়, সেগুলো থেকেই সফলতার জন্ম হয়।
— ববি উন্সার।

যদি সবকিছুই তোমার নিয়ন্ত্রণে থাকে, তাহলে বুঝে নিবেন কোথাও একটা সমস্যা আছে। হয়তো আপনি যথেষ্ট গতিতে এগোতে পারছেন না।
— মারিও আনচেলেত্তি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪